• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান যারা

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ

সংরক্ষিত ছবি

ফুটবল

বিশ্বকাপে সবচেয়ে মূল্যবান যারা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দিন দশেক বাদেই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট ফুটবল শো অন আর্থ’-এর। ফুটবল দুুনিয়ার পরাশক্তি দেশগুলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে চালিয়ে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাদের হয়ে বিশ্বকাপের মাঠ কাঁপাতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিশ্বসেরা ফুটবল তারকারা। বর্তমান বাজারদর অনুযায়ী বিশ্বের সবচেয়ে মূল্যবান সেই ফুটবলারদের নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন।

ব্রাজিল বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ এবং তিনবারের হতাশা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের মিশনে যাচ্ছেন আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি (ক্লাব বার্সেলোনা/স্পন্সর অ্যাডিডাস)। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হেক্সা (ষষ্ঠ) বিশ্বকাপ ট্রফি এনে দিতে মরিয়া সুপারস্টার নেইমার ডি সিলভা (পিএসজি/নাইকি)। এবারের বিশ্বকাপ জয়ের লড়াইয়ে এ দুই হট ফেভারিট দলের দুই তারকা ফরোয়ার্ডের প্রত্যেকের বাজারমূল্য ২১৫ মিলিয়ন ডলার (১৮০ মিলিয়ন ইউরো) করে।

ইনজুরির কারণে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়া মিসরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহর (লিভারপুল/অ্যাডিডাস) বাজারমূল্য ১৭৯ মিলিয়ন ডলার (১৫০ মিলিয়ন ইউরো)। বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে (ম্যানসিটি/নাইকি) ও ইংল্যান্ডের আক্রমণভাগের মূল স্ট্রাইকার হ্যারি কেনের (টটেনহ্যাম/নাইকি) বাজারমূল্যও সালাহর সমান।

বেলজিয়ামের মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডের (চেলসি/নাইকি) বাজারমূল্য ১৩১ মিলিয়ন ডলার (১১০ মিলিয়ন ইউরো)। ফ্রান্সের ১৯ বছরের স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (পিএসজি/নাইকি) বাজারদর ১৪৩ মিলিয়ন ডলার (১২০ মিলিয়ন ইউরো)।

আশ্চর্যজনক হলেও সত্য! যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বসের দেওয়া বর্তমান বাজারমূল্যে ইউরো চ্যাম্পিয়নশিপ ও টানা তিন চ্যাম্পিয়নস ট্রফির পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/নাইকি) অনেকটাই পিছিয়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের বর্তমান বাজারমূল্য ১২০ মিলিয়ন ডলার (১০০ মিলিয়ন ইউরো)। ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কুতিনহো (বার্সেলোনা/নাইকি), ফ্রান্সের তারকা স্ট্রাইকার আন্তোনিও গ্রিজম্যান (আটলেটিকো মাদ্রিদ/পুমা), আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা (জুভেন্টাস/অ্যাডিডাস) ও ইংল্যান্ডের মাঝমাঠের প্লেমেকার ডেলে আলির (টটেনহ্যাম/অ্যাডিডাস) বাজারমূল্যও রোনালদোর সমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads