• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘মেসি-রোনালদোকে চ্যালেঞ্জ জানাবে সালাহ-নেইমার’

মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ ও ব্রাজিলের নেইমার

সংগৃহীত ছবি

ফুটবল

‘মেসি-রোনালদোকে চ্যালেঞ্জ জানাবে সালাহ-নেইমার’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

‘রাশিয়া বিশ্বকাপে চমক দেখাবে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ ও ব্রাজিলের নেইমার’- এ বিশ্বাস ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোর। তার মতে, আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ জানাবে সালাহ ও নেইমার।

রোববার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী হয় ব্রাজিল। অ্যানফিল্ডে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন কুতিনহো। বার্সেলোনা তারকা এদিন কোনো গোল করতে পারেননি। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরেই গোল করেন নেইমার।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পান মোহাম্মদ সালাহ। খেলার ৩০ মিনিটের সময় মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। এখন চোটমুক্ত হওয়ার ক্ষণ গুনছেন লিভারপুল তারকা।

বিশ্বকাপ শুরু হওয়ার আর বাকি মাত্র ৯ দিন। তার আগে কুতিনহোর বিশ্বাস, এবার মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যাবে অন্য খেলোয়াড়রা। তিনি বলেন, ‘মেসি ও রোনালদো অনেক বছর ধরে নিজেদেরকে অন্য উচ্চতায় ধরে রেখেছেন। আমি মনে করি, অন্য খেলোয়াড়দের বিশ্বসেরা ও বিশ্বকাপেও সেরা হওয়ার সুযোগ এবার। আমার মতে, সালাহ ও নেইমারের সেই সম্ভাবনা বেশি।’

‘এটা নির্ভর করে টুর্নামেন্টটি কীভাবে কাটে সেটার ওপর। তবে এমন কিছু করে দেখানোর মতো প্রতিভা তাদের আছে’- বলেন সাবেক লিভারপুল তারকা।

গত জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহর সঙ্গে খেলেছেন কুতিনহো। সাবেক সতীর্থের প্রশংসা করে তিনি বলেন, ‘সেই থেকেই মোহাম্মদ সালাহকে অসাধারণ দেখেছি। সে দীর্ঘদিনের জন্য লিভারপুলের বড় তারকা হয়ে থাকবে। সে বিশ্বকাপে ভালো করতে পারে, তবে এটা নির্ভর করে তার দল কোন পর্যন্ত যেতে পারে সেটার ওপর।’ নেইমারও ভালো করতে পারে- এমনটা মন্তব্য করে কুতিনহো বলেন, ‘সে স্পেশাল খেলোয়াড়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads