• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দলীয় বাজার মূল্যে ‘চ্যাম্পিয়ন’ ফ্রান্স

ব্যক্তিগত সর্বোচ্চ বাজার মূল্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি ও নেইমার ডি সিলভা

প্রতীকী ছবি

ফুটবল

দলীয় বাজার মূল্যে ‘চ্যাম্পিয়ন’ ফ্রান্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

ব্যক্তিগত সর্বোচ্চ বাজার মূল্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি ও নেইমার ডি সিলভা। দুই সুপারস্টারের বাজার মূল্যই সমান। ১৮০ মিলিয়ন ইউরো করে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য! দলীয় বাজার মূল্যের তালিকার শীর্ষস্থানে নেই মেসি বা নেইমারের জন্মভূমি আর্জেন্টিনা ও ব্রাজিল। ব্রাজিল যদিও তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু হট ফেভারিট আর্জেন্টিনা নেই সর্বোচ্চ বাজার মূল্যের শীর্ষ পাঁচ দলের তালিকায়। তালিকার সবার ওপরে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের মোট বাজার মূল্য ১০ দশমিক ৩০ বিলিয়ন ইউরো। সর্বোচ্চ বাজার মূল্যে শীর্ষ পাঁচ দলের সঙ্গে সর্বনিম্ন বাজার মূল্যের তিন দল নিয়ে আজকের আয়োজন।

১ দশমিক শূন্য আট বিলিয়ন ইউরোর দলীয় বাজার মূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। ফরাসি দলের প্রত্যেক ফুটবলারের বাজার মূল্য ৪৬ দশমিক ৯৮ মিলিয়ন ইউরো। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। স্প্যানিশ জাতীয় দলের বাজার মূল্য ১ দশমিক শূন্য চার বিলিয়ন ইউরো। গড়ে স্প্যানিশ খেলোয়াড়দের বাজার মূল্য ৪৫ মিলিয়ন ইউরো।

তৃতীয় ব্রাজিল দলের বাজার মূল্য ৯৫২ মিলিয়ন ইউরো। সেলেসাও শিবিরের প্রতি সদস্যের গড় বাজার মূল্য ৪১ দশমিক ৩৯ মিলিয়ন ইউরো। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর ৮৮৫ মিলিয়ন ইউরো বাজার মূল্য নিয়ে আছে জার্মানি। জার্মান ফুটবলারদের গড় বাজার মূল্য ৩৮ দশমিক ৪৮ মিলিয়ন ইউরো। পাঁচ নম্বরে আছে ইংল্যান্ড। তাদের বাজার মূল্য ৮৭৪ মিলিয়ন ইউরো। ইংলিশ ফুটবলারদের গড় বাজার মূল্য ৩৮ মিলিয়ন ইউরো।

তবে সর্বনিম্ন দলীয় বাজার মূল্যের দিক থেকে শীর্ষে অবশ্য পানামা। মধ্য আমেরিকার দলটির বাজার মূল্য ৯ দশমিক ৪৩ মিলিয়ন ইউরো (গড় ৪,১০,০০০ ইউরো)। তাদের পরেই রয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দলটির বাজার মূল্য ১৮ দশমিক ৭০ মিলিয়ন ইউরো (গড় ৮,১৩,০০০ ইউরো)। তৃতীয় স্থানে থাকা পেরুর বাজার মূল্য ৩৭ মিলিয়ন ইউরো (গড় ১.৬১ মিলিয়ন ইউরো)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads