• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গ্যালারি কাঁপাবে ২০ হাজার আর্জেন্টাইন, ৬০ হাজার ব্রাজিলিয়ান

একই গ্যালারিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক

পুরোনো ছবি

ফুটবল

বিশ্বকাপ ফুটবল ২০১৮

গ্যালারি কাঁপাবেন ২০ হাজার আর্জেন্টাইন, ৬০ হাজার ব্রাজিলিয়ান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে ব্রাজিলের ৬০ হাজার ও আর্জেন্টিনার ২০ হাজার নাগরিক রাশিয়ার স্টেডিয়ামগুলোতে হাজির হয়ে খেলা উপভোগ করবেন।   

রাশিয়ায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্ডো এরনেস্তো লাজোরিও বলেন, ‘আমরা আশা করছি প্রায় ২০ আর্জেন্টাইন বিশ্বকাপের খেলা দেখতে রাশিয়ায় আসবেন। সংখ্যাটা এর বেশিও হতে পারে। পাশাপাশি এটাও আশা করছি রাশিয়া একটি গোছানো বিশ্বকাপ আসর উপহার দেবে। এরই মধ্যে আমরা দেখেছি যে, এখানে সফলভাবেই কনফেডারেশন কাপ সম্পন্ন হয়েছে। আমরা নিশ্চিত কোনো প্রকার সমস্যাই হবে না।’

ফুটবল বিষয়ক নিউজ পোর্টাল গোলডটকমকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত আরো বলেন, ‘যেসব ভেন্যুতে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে আমরা সেসব পরিদর্শন করেছি। সেখানে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।’ 

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ব্রাজিলের ৬০ হাজার নাগরিক রাশিয়ায় ভিড় জমাবেন বলে জানিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এলোয়সিও নুনস। তিনি জানান, এরই মধ্যে ৬০ হাজার দর্শক টিকেট কিনেছেন। এই সংখ্যা শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে তা ধারণা করে বলা যাচ্ছে না। 

বিশ্বকাপের খেলা দেখতে রাশিয়ায় যেতে ইচ্ছুকদের সংখ্যা এতোটাই বিশাল যে, এদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্রাজিলে অবস্থিত রাশিয়া দূতাবাস। চাপ সামলাতে পাঁচটি অস্থায়ী কনস্যুলেট খোলা হয়েছে সেখানে। এক্ষেত্রে তিনজন কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে নেওয়া হয়েছে যিনি রাশিয়ান ভাষা বলতে পারেন। একজন আইনি পরামর্শকও নেওয়া হয়েছে এই অস্থায়ী কনস্যুলেটের জন্যে। 

ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয় ১৩৪ পৃষ্ঠার একটি নির্দেশনাপত্র তৈরি করেছে রাশিয়ায় খেলা দেখতে যেতে আগ্রহী দর্শকদের জন্যে। ওই নির্দেশনাপত্রে রাশিয়ায় প্রচলিত আইন ও রীতিনীতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads