• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
রাশিয়ায় পা রাখলেন নেইমাররা

রাশিয়ার পৌছানোর পর বিমানবন্দরে হাস্যোজ্জ্বল নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

রাশিয়ায় পা রাখলেন নেইমাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ জুন ২০১৮

বাছাই পর্বে দাপট দেখায়। সবার আগে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে। প্রস্তুতি ম্যাচেও পায় দুর্দান্ত জয়। ফেভারিটের তালিকায় অগ্রগণ্য। আর রাশিয়ার মাটিতে নেইমারদের পা রাখাটাও ছিল দৃষ্টিনন্দনীয়। স্যুটেড-বুটেড সব খেলোয়াড়। সবার পরনে নীল রঙের স্যুট, শার্ট ও টাই। বিমান থেকে নেমেই তোলেন গ্রুপ ছবি। থাকার ঠিকানা কৃষ্ণসাগরের পাড়ে বিলাসবহুল এক ফাইভ স্টার হোটেলে। সেখানে ঐতিহ্যবাহী পোশাকে গানের তালে পতাকার দোলে কেক কেটে সেলেকাওদের স্বাগত জানায় হোটেল কর্তৃপক্ষ।

আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে। সেখানে অংশ নিতে আগেই কয়েকটি দল দেশটিতে পৌঁছায়। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল পৌঁছায় রোববার রাতে। নেইমারদের মূল ঘাঁটি সোচিতে। সুইসোটেল রিসোর্ট সোচি ক্যামেলিয়াতে থাকবেন তারা।

অন্য দলগুলোর ক্ষেত্রে যা ঘটেনি ব্রাজিলের ক্ষেত্রে তাই ঘটে। তাদেরকে স্বাগত জানাতে অনেক সমর্থক রাত পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করে। হোটেলেও তাদের জানানো হয় ব্যতিক্রমী অভিবাদন। তাদের আগমনে ব্রাজিলের বিখ্যাত সবুজ ও সোনালি রঙের কেক কাটা হয়।

পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়ার অন্য অঞ্চলগুলোর চেয়ে সোচিতে এখন সূর্যালোক বেশি। ব্রাজিলের জন্য এখানে পরিবেশ অনেকটা নিজ দেশের মতোই। আর হোটেলে বসেই নেইমার-কুতিনহোরা দেখতে পাবেন কৃষ্ণসাগর।

তিতের শিষ্যরা অনুশীলনের জন্য নিকটবর্তী যুগ স্পোর্ট স্টেডিয়াম ব্যবহার করবেন। প্রতিদিনের অনুশীলনটা এখানেই সারবে। তবে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অনেক পথ ভ্রমণ করতে হবে তাদেরকে।

আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ অনুষ্ঠিত হবে রুস্তভে, যা সোচি থেকে বহু দূরে। অনেক মাইল পথ পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকার বিপক্ষে খেলবে ২২ জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মস্কোতে। ২৭ জুন তারা মুখোমুখি হবে সার্বিয়ার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads