• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কুতিনহোর মাথায় ডিম-ময়দা!

কুতিনহোর মাথায় ময়দা ঢালছেন নেইমার

টাইমস অব ইন্ডিয়া

ফুটবল

কুতিনহোর মাথায় ডিম-ময়দা!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন ২০১৮

রাশিয়ায় পৌছেও ব্রাজিল ফুটবল দল যেন ব্রাজিলেই আছে । মঙ্গলবার সকালের অনুশীলনে গোটা ব্রাজিল টিমের কাণ্ড দেখলে যে কেউ এ কথাই বলবেন। অনুশীলনে নেইমারদের পাওয়া গেল একবারে অন্যরকম আমেজে।

সোচির ৩০ ডিগ্রি তাপমাত্রায় নেইমাররা অধিক মাত্রায় শীতল। মঙ্গলবার ছিল ফিলিপ কুতিনহোর জন্মদিন। অভিনব উপায়ে ডিমের সঙ্গে ময়দা মাখিয়ে অনুশীলনের মাঝে ঢেলে দেওয়া হল কুতিনহোর মাথায়। কুতিনহো টের পর্যন্ত পাননি। গোটা পরিকল্পনার পিছনে নেইমার ও গাব্রিয়েল জেসুস। এটা যদি ব্রাজিল অনুশীলনের প্রথম দৃশ্য হয়। তাহলে দ্বিতীয় দৃশ্য কিছুটা চিন্তার।

কুতিনহোর মাথায় ডিম ও ময়দা মাখিয়ে নিস্তার পাননি নেইমার। এক সময় দেখা যায়, নেইমারের শরীরে তা ঢেলে দেওয়ার চেষ্টা করছেন থিয়েগো সিলভা। তারপরে কেউ বাকি থাকেনি। গোটা টিম মেতে উঠেছে সেই খেলায়। ফ্রি ফর অল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, কোচ তিতের চোখের সামনে ঘটেছে এই ঘটনা। তিনি তা উপভোগ করছেন তাকিয়ে তাকিয়ে। দু’দিন পরেই বিশ্বকাপ। পাঁচ দিন পরে ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ব্রাজিল টিমকে দেখে তা মনে হচ্ছে না। উত্তেজনার পারদ যেন লাগেনি নেইমারদের গায়ে। চাপ মুক্ত হয়েই মাঠে নামবেন তারা।

ব্রাজিল টিমের এ ঘটনা নিয়ে বিশেষজ্ঞদের কোনো মন্তব্য নেই। সকলেই এটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন। অথচ দু’মাস আগে নেইমারের চোটের সময় ব্রাজিল টিমের চেহারা ছিল অন্যরকম। দু’টো প্রস্তুতি ম্যাচে জয়, নেইমারের গোল পাওয়ার পর গোটা ব্রাজিল টিমের চেহারাটাই বদলে গিয়েছে।

তবে ডিম ও ময়দা মাখানো নিয়ে কোনও অভিনবত্ব নেই। জন্মদিন পালনে ব্রাজিলে এটা উৎসবের মতোই। মঙ্গলবার সোচির অনুশীলন মাঠে নেইমারদের অনুশীলনে দেখতে হাজির ছিলেন কয়েকশ দেশী-বিদেশী ফুটবলপ্রেমীরা। গেট খুলে দেওয়া হয়েছিল। হোটেলে যাওয়ার পথে নেইমারকে ঘিরে ধরেন সমর্থকরা। সকলেই ছুঁয়ে দেখতে চান ব্রাজিলের মহাতারকাকে। এক সময় নেইমার ফুটবলপ্রেমীদের মাঝে আটকে পড়েন। তার পায়ে হুমড়ি খেয়ে পড়েন বেশ কিছু সমর্থক। কোনোক্রমে নেইমার নিজেকে সামলে নেন। না হলে প্রায় মাটিতে পড়েই যাচ্ছিলেন। অনেকের আশঙ্কা ছিল, নেইমার আবার চোটের কবলে না পড়েন। নিরাপত্তারক্ষীরা কোনো রকমে তাকে ঢুকিয়ে দেন হোটেলে।

অনুশীলনের পর সোচির সমুদ্রে গোটা ব্রাজিল টিম। সোশ্যাল সাইটে সোচির কৃষ্ণসাগর পাড়ে একাধিক ছবি। সেখানেও মধ্যমণি নেইমার। দিন যত এগোচ্ছে, ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যাশা তত বাড়ছে। অনুশীলনের পরে নেইমারকে নিয়ে মাতামাতি সে কথাই প্রমাণ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads