• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ব্রাজিলকে ঠেকিয়ে দিল সুইজারল্যান্ড

নেইমার অনেকটাই নিষ্প্রভ ছিলেন ম্যাচজুড়ে

বিবিসি

ফুটবল

ব্রাজিলকে ঠেকিয়ে দিল সুইজারল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৮

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিট ব্রাজিলকে ঠেকিয়ে দিল সুইজারল্যান্ড। রাতে খেলার প্রথমার্ধে গোল দিয়েও তা ধরে রাখতে পারেনি নেইমারেরা। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে খেলায় সমতা আনে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রক্ষণভাগের দৃঢ়তা আর গোলরক্ষকের নৈপুণ্যে শেষ দিকে দফায় দফায় আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল।

ব্রাজিলের বেশ কয়েকটি আক্রমণ নস্যাৎ করে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। ২০১৪ সালের বিশ্বকাপের দু:স্বপ্ন ভুলে এবার সবদিক থেকেই ফেভারিট তকমা নিয়েই রাশিয়ায় পৌছেছিল ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচেই ধাক্কা খেলো তিতের দল।

যদিও শুরুটা ব্রাজিলের চিরাচরিত ভঙ্গিমায় হয়। ছোট ছোট পাসে বল তৈরি করে ব্রাজিলের আক্রমণভাগ। কৌটিনিওর গোলে প্রথমার্ধে লিড নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা জুড়ে ছিলো সুইস আধিপত্য। কর্নার থেকে আসা বল জুবেরের হেডে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

এরপর ব্রাজিল বারবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও, গোলমুখ খুলতে ব্যর্থ হয়। মূলত নেইমার অনেকটাই নিষ্প্রভ ছিলেন ম্যাচজুড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads