• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রোমাঞ্চের বিশ্বকাপে এবার জাপানে বধ কলম্বিয়া

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই জাপানের নতুন ইতিহাস

সংরক্ষিত ছবি

ফুটবল

রোমাঞ্চের বিশ্বকাপে এবার জাপানে বধ কলম্বিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই নতুন ইতিহাস লিখল জাপান। প্রথম এশিয়ান দল হিসেবে ল্যাটিন আমেরিকার কোনো দলকে হারানোর রেকর্ড গড়ল তারা। ফুটবল দুনিয়াকে চমক দেখিয়ে ২-১ গোলে বধ করল শক্তিশালী কলম্বিয়াকে। দুরন্ত এই জয়ে চার বছর আগের হারের মধুর প্রতিশোধ নিল দ্য ব্লু সামুরাই শিবির।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। সেই ম্যাচে প্রাচ্যের দেশটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তি। সেই সুবাদে হার না মেনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া উঠে যায় নক-আউট পর্বে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত এই জয় দিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে এশিয়ান ফুটবল শক্তি জাপান। বিপরীতে হার মেনে গ্রুপের তলানিতে পড়ে রইল কলম্বিয়া।

জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই সারানস্কের মরদোভিয়া এরিনায় নেমেছিল ম্যাচের ফেভারিট কলম্বিয়া। কিন্তু সবকিছু ঠিকঠাকমতোই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ম্যাচের তিন মিনিটের মাথায় কোচ হোসে পেকারম্যানের সব হিসাব পাল্টে যায়। ওসাকার শট ঠেকিয়ে দেন ডেভিড অসপিনা। কিন্তু পরে শিনজি কাগাওয়া পরাস্ত করেন তাকে। নিশ্চিত গোল হাত দিয়ে ফিরিয়ে সবকিছু গড়বড় করে দেন কার্লোস সানচেজ। সরাসরি লালকার্ড দিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন স্লোভেনিয়ান রেফারি দামির স্কোমিনা, যা কিনা বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম লাল কার্ড। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে যায় কলম্বিয়ার। শক্তি কমে ১০ জনের দল হয়ে তারা। আর জাপান পেয়ে যায় গোল করার সব চেয়ে লোভনীয় সুযোগ— পেনাল্টি।

সানচেজের কারণে সরাসরি গোল করতে হয়তো ব্যর্থ হন কাগাওয়া। কিন্তু ৬ মিনিটে পেনাল্টিতে আর সেই সুযোগ দেননি কাগাওয়া। নির্ভুল নিশানায় কলম্বিয়ার জালে বল জড়িয়ে উৎসবে ভাসিয়ে দেন জাপানি শিবিরকে। ১৫ মিনিটে ফের সুযোগ পেয়ে যায় জাপান। বক্সের কাছাকাছি কাগাওয়া বল পাস দেন ইনুইকে। কিন্তু ইনুই দুর্বল শট লক্ষ্য ভেদে ব্যর্থ হয়।

আক্রমণ পাল্টা-আক্রমণে বুঝতেই দেয়নি কলম্বিয়া তারা যে ১০ জনের দল। ৩৪ মিনিটে গোলের সুযোগ পান রাদামেল ফ্যালকাও। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি এই তারকা স্ট্রাইকার। পাঁচ মিনিট পরেই কাজের কাজ করে ফেলেন হোয়ান কুইনতেরো। তার বুদ্ধিদীপ্ত মাটি কামড়ানো শট গোললাইন ও জাপানিজ গোলরক্ষককে অতিক্রম করে ফেলে। যদিও বারের ভেতর থেকে বল টেনে নিয়ে জাপানি গোলরক্ষক তা অস্বীকার করেন। ভিএআর প্রযুক্তি সহায়তায় শেষে নিশ্চিত হয় কলম্বিয়ার গোল। তার আগেই অবশ্য বল গোললাইন অতিক্রম করতে দেখে উদযাপনে মেতে ওঠেন কলম্বিয়ান ফুটবলাররা। ১০ জনের দল নিয়ে সমতায় ফিরে জয়ের আশায় জিইয়ে রাখে পেকারম্যানের শিষ্যরা।

গোলের জন্য মরিয়া হয়েও কলম্বিয়া আর পেরে ওঠেনি। এমনকি লাভ হয়নি গোলদাতা কুইনতেরোর বদলে হামেস রদ্রিগেজ মাঠে নামিয়েও। উল্টো ৭৩ মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় জাপান। কেইসুক হোন্ডার ক্রস থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে জাপানের জয়ের রঙিন স্বপ্নটা সত্যি করে দেন ইউয়ু ওসাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads