• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সৌদি বিশ্বকাপ দলের বিমানে আগুন

ভয়াবহ এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সৌদি আরব বিশ্বকাপ ফুটবল দল

ছবি : ইন্টারনেট

ফুটবল

সৌদি বিশ্বকাপ দলের বিমানে আগুন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জুন ২০১৮

ভয়াবহ এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সৌদি আরব বিশ্বকাপ ফুটবল দল। রাশিয়া বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় দফা ঝামেলায় পড়ল সৌদি আরব। শুরুতে স্বাগতিক রাশিয়ার কাছে ০-৫ গোলের বিশাল ব্যবধানে হার। আর গতকাল মঙ্গলবার ঘটেছে অন্য ধরনের ভয়ানক ঘটনা। রোস্তভ যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছে দলটি।

আজ বুধবার রোস্তভে উরুগুয়ের সঙ্গে সৌদি আরবের ম্যাচ। আর সেখানে যাওয়ার পথে ঘটল এ ঘটনা। মাঝ আকাশেই আগুন লেগে যায় তাদের বিমানে। তাৎক্ষণিকভাবে দল বহন করা বিমানটি অবতরণ করে রোস্তভের বিমানবন্দরে। ভাগ্য ভালো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি আরবের ফুটবল ফেডারেশন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে এ দুর্ঘটনা। তবে সবাই সুস্থই আছে, ‘সৌদি ফুটবল দলের সবাই নিরাপদে অবতরণ করেছে। তারা বর্তমানে টিম হোটেলে অবস্থান করছে। আগুনের যে ঘটনাটি ঘটেছে, তা ছিল দুর্ঘটনা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads