• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দ্বিতীয় রাউন্ডের পথে রোনালদোর পর্তুগাল

মরক্কোর বিরুদ্ধে ম্যাচ জেতানো গোলের পর রোনালদোর উল্লাস

ইন্টারনেট

ফুটবল

দ্বিতীয় রাউন্ডের পথে রোনালদোর পর্তুগাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ জুন ২০১৮

দুই দল নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি। রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগাল। আর ম্যাচের অন্তিম মুহূর্তে আত্মঘাতী গোলে ইরানের বিপক্ষে হেরে যায় মরক্কো। রাশিয়ার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টিকে থাকার ম্যাচে আফ্রিকার দলটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে গেল সান্তোসের শিষ্যরা। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিল দীর্ঘদিন পর বিশ্বকাপে সুযোগ পাওয়া মরক্কো।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পান আসরের একমাত্র হ্যাটট্রিক করা রোনালদো। কর্নার থেকে জোয়াও মোউতিনহোর উড়ে আসা বলে হেডে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা। এবারের আসরে এটি রোনালদার চতুর্থ গোল। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয়তে উঠে এলেন সিআর সেভেন। হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে (৮৪) টপকে যান তিনি। ১০৯ গোল নিয়ে পর্তুগিজ অধিনায়কের আগে আছেন ইরানের আলী দাই।

ম্যাচের অষ্টম মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে তার নেওয়া শটটি রুখে দেন মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদি। ম্যাচের ১৯ মিনিটে নাবিল দিদারের শট হতাশা বাড়ায় মরক্কোর। ৩২ মিনিটে মরক্কোর ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় পর্তুগাল। কিন্তু রোনালদোর জোরালো শট বাধা পায় ডিফেন্সে। ৪১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ চালায় মরক্কো। কিন্তু তা রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিকো। পাল্টা আক্রমণে রোনালদোর বাড়ানো বলে গঞ্জালো গুয়েডেস শট নিলেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো। পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রাখে তারা। এছাড়া অন পোস্ট এবং অফ পোস্টের শটেও এগিয়ে ছিল দলটি। কিন্তু ভাগ্য সহায়ক না হওয়ায় গোলের দেখা পায়নি আফ্রিকা মহাদেশের দেশটি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। দুই ম্যাচ শেষে রোনালদোদের পয়েন্ট ৪। দ্বিতীয় রাউন্ডের আশাও বেঁচে রইল পর্তুগালের। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে মরক্কো। ফলে দুই দশক পর বিশ্বকাপে সুযোগ পেয়েও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো তাদের।

‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৫ জুন পর্তুগালের প্রতিপক্ষ ইরান। আর একই দিন স্পেনের মুখোমুখি হবে মরক্কো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads