• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সোনার বুটের লক্ষ্যে ক্রমশ এগিয়ে রোনালদো

পুর্তগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো

ইন্টারনেট

ফুটবল

সোনার বুটের লক্ষ্যে ক্রমশ এগিয়ে রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ জুন ২০১৮

বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে বেশি গোল করেছেন ফেরেঙ্ক পুসকাস। হাঙ্গেরির জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতেন তিনি। তার গোলের সংখ্যা ৮৪। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বুধবার মাঠে নেমে সেই পুসকাসকে টপকাতে পুর্তগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর লাগল মাত্র চার মিনিট।

পর্তুগালের হয়ে ১৫২ ম্যাচে ৮৫ গোল করে নতুন রেকর্ড গড়ার দিনে আগের দিনের মতো ‘গোটি সেলিব্রেশন’(থুতনির দাড়িতে হাত বোলানো। যার মাধ্যমে তিনি বোঝান, আমিই সর্বকালের সেরা) করেননি সিআর সেভেন। পিছন থেকে ছুটে এসে যে গোলটা রোনালদো করলেন তা দেখে মনে হচ্ছিল এবার তিনি অপ্রতিরোধ্য।

রাশিয়া বিশ্বকাপে দুই ম্যাচে চার গোল করে নিজেকে সোনার বুট জেতার লক্ষ্যে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছেন রোনালদো। মেসি, নেইমাররা যখন এবারের বিশ্বকাপে গোল খুঁজছেন, তখন রোনালদোর নামের পাশে চার গোল।

বিশ্বকাপের প্রথম সপ্তাহে এ পর্যন্ত নায়ক রোনালদো। গতি, ড্রিবল, স্পট জাম্প, সাহস, শুটিং—একজন স্ট্রাইকারের যে গুণ থাকা দরকার, তার সবই রয়েছে রোনালদোর ঝুলিতে। এর সঙ্গে যোগ হবে আগাম গোলের গন্ধ পাওয়ার ব্যাপারটাও। বের্নার্দো সিলভার শর্ট কর্নার থেকে জোয়াও মোতিনহো যখন বলটা মরক্কো বক্সে ভাসিয়ে দিলেন, তখন রোনালদো বক্সের মাথায় দাঁড়িয়ে। বলটা দেখেই বিপক্ষ কিছু বোঝার আগে ঠিক জায়গায় চলে গিয়েছিলেন তিনি। মরক্কোর মিডফিল্ডার করিম আল আহমদি বল বিপন্মুক্ত করতে পা চালিয়েছিলেন। রোনালদো চোট লাগার আশঙ্কা উপেক্ষা করেই হেডে গোলটা করে গেলেন। সবার অলক্ষ্যে দ্রুত বলের কাছে পৌঁছনো, বলটা লক্ষ্য করা এবং নিখুঁত সময়জ্ঞান—এগুলোই চিনিয়ে দেয় রোনালদোকে।

গোল হজমের পরেই প্রবল ভাবে ম্যাচে ফিরেছিল মরক্কো। দুই অর্ধ মিলিয়ে প্রায় পাঁচটি গোলের সুযোগ তৈরি করেছিল হার্ভ রেনার্ডের দল। তফাত এটাই, পর্তুগালের রোনালদো ছিল। মরক্কোর সে রকম ‘ফিনিশার’ছিলো না। আর দ্বিতীয় ব্যাপার, পর্তুগিজ গোলকিপার রুই প্যাত্রিসিয়ো। তিনিই ব্যর্থ করেন মরক্কোর গোলের প্রচেষ্টা। দ্বিতীয়ার্ধে যে রকম পাসিং ও প্রেসিং ফুটবল খেললেন ইউনেস বেলহান্দা, নৌরেদ্দিন আমরাবাতরা, তা বিশ্বকাপ থেকে বিদায়ের দিনেও মরক্কোর মাথা উঁচুই রাখল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads