• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
যে সমীকরণের মুখোমুখি আর্জেন্টিনা

মেসিদের সামনে এখন কঠিন সমীকরণ

ছবি : ইন্টারনেট

ফুটবল

যে সমীকরণের মুখোমুখি আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ জুন ২০১৮

ক্রোয়েশিয়ার সঙ্গে বৃহস্পতিবারের ম্যাচে শোচনীয় পরাজয়ের পরে বিশ্বব্যাপী আর্জেন্টিনার ভক্তরা এখন ব্যস্ত আর্জেন্টিনার ভবিষ্যত সমীকরণ নিয়ে। তাদের একটাই চিন্তা এখন। আর তা হলো আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন কি শেষ হয়ে গেল, নাকি শেষ সুযোগ বলে কিছু আছে? এই প্রশ্নের উত্তর, সুযোগ আছে অবশ্যই। তবে, সমীকরণটা বেশ কঠিনই বলা চলে। 

গ্রুপ ‘ডি’-তে এই মুহূর্তে যা অবস্থা তাতে পর পর দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচ খেলে আর্জেন্টিনার পয়েন্ট এক। তারা রয়েছে তৃতীয় স্থানে। মেসিদের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আইসল্যান্ড। গ্রুপের চতুর্থ দল নাইজেরিয়া কোনো পয়েন্ট পায়নি এখনো।

গ্রুপের বাকি ম্যাচগুলোর ফলাফল বদলে দিতে পারে সমস্ত সমীকরণ।

শুক্রবার মুখোমুখি হবে আইসল্যান্ড বনাম নাইজেরিয়া। এই ম্যাচের উপরেই অনেকটা নির্ভর করবে আর্জেন্টিনার ভাগ্য। যদি এই ম্যাচ ড্র হয় তা হলে শেষ ম্যাচে বড় ব্যবধানে নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আসতে পারে মেসিদের সামনে। কিন্তু আইসল্যান্ড বা নাইজেরিয়ার মধ্যে কোনো দল জিতে গেলেই চাপ আরো বাড়বে আর্জেন্টিনার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads