• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আজ ইংল্যান্ডের সামনে পানামা

ইংল্যান্ডের ফুটবল টিম

ছবি : ইন্টারনেট

ফুটবল

আজ ইংল্যান্ডের সামনে পানামা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৮

তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। সে ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেন। আজ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে ইংলিশদের। জয় পাওয়াটাও কঠিন হওয়ার কথা নয় ইংলিশদের। কারণ তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের নবাগত দল পানামা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দু’দল।

অন্যদিকে আজ হারলেই বিশ্বকাপের মহামঞ্চ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা পানামার। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরে যায় দলটি।

গত বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয় ফুটবলের জনক ইংল্যান্ডকে। সেই দুঃখ এখনো তাড়িয়ে বেড়ায় ইংলিশদের। নতুন কোচ সাউথগেটের অধীনে এবার রাশিয়া বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করেছে ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের মঞ্চে পানামার অবস্থান ৫৫ নম্বরে। আর ইংল্যান্ড আছে ১২ নম্বরে। র্যাঙ্কিংয়ে দু’দলের অবস্থান দেখলেই শক্তির ফারাকটা স্পষ্ট হয়ে ওঠে। দুই দলের এটাই হবে প্রথম সাক্ষাৎ। অভিজ্ঞতা আর শক্তি, দু’দিক দিয়েই ইংলিশদের চেয়ে যোজন যোজন পিছিয়ে পানামা। তবে র্যাঙ্কিং কিংবা অভিজ্ঞতা নিয়ে মোটেও ভাবছেন না ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। তার ভাবনায় শুধুই জয়।

১৯৬৬ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে প্রথম ও শেষবারের মতো শিরোপা জেতা ইংল্যান্ড ১৯৯৮ সাল থেকে সর্বশেষ চারটি বিশ্বকাপে যেতে পেরেছে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। সেটাও মাত্র একবার। ২০০২ সালের বিশ্বকাপে। দুটি আসরে ইংল্যান্ডকে ছিটকে যেতে হয়েছে শেষ ষোলোর পর্ব থেকেই। আর ২০১৪ সালের সর্বশেষ বিশ্বকাপে তো ইংল্যান্ডকে করুণ বিদায় নিতে হয়েছিল গ্রুপপর্ব থেকেই। তবে গত বিশ্বকাপের দুঃসহ স্মৃতি আর মনে করতে চান না হ্যারি কেন-ডেলে আলিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads