• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আমার জন্য চ্যালেঞ্জের

ইংলিশ অধিনায়ক হ্যারি কেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

আমার জন্য চ্যালেঞ্জের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৮

হ্যারি কেনের নানা ফুটবল খেলতেন। তবে বিখ্যাত কেউ ছিলেন না। ডাক্তার হয়েও কয়েক বছর খেলেছেন অ্যামেচার লেভেলে। কিন্তু ফুটবলটাকে ধ্যান-জ্ঞান হিসেবে বেছে নেন হ্যারি কেন। বাবার নিষেধ অমান্য করে সারা দিন পড়ে থাকতেন পাড়ার ফুটবল মাঠে। সেই কেন এখন মাঠ মাতাচ্ছেন ইংলিশদের জার্সিতে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের অধিনায়কও তিনি। তাই রাশিয়া বিশ্বকাপকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে।

একটা সময় ছিল বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানিয়ে দিত ব্রিটিশ মিডিয়া। কিন্তু এবার পরিস্থিত ভিন্ন। ইংল্যান্ডের দলটি ব্যালান্সড হলেও দলটিকে নিয়ে এবার মাতামাতি নেই দেশটির গণমাধ্যমের। এছাড়া দেশটির সাবেক ফুটবলাররা মনে করেন ইংল্যান্ড হয়তো বিশ্বকাপ জিতবে না। কিন্তু হ্যারি কেনের পায়ের জাদুতে রাশিয়া বিশ্বকাপকে মোহাবিষ্ট করবেনই। এর প্রমাণ ইংল্যান্ডের প্রথম ম্যাচেই রেখেছেন টটেনহ্যামের এই তারকা। তিউনিসিয়ার বিপক্ষে দলের ২-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন তিনি।

অনেকের ধারণা এবার গোল্ডেন বুট জিতবেন ইংলিশ এই স্ট্রাইকার। কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান মেসি এবং রোনালদোর সঙ্গে। হ্যারি কেনের মতে, এবারের বিশ্বকাপ হবে চ্যালেঞ্জিং- ‘পুরো ক্যারিয়ারে মানুষকে ভুল প্রমাণ করে নিজেকে মেলে ধরেছি। রোনালদো এ বিশ্বকাপে সেরা পর্যায়ে আছেন। মেসিও তাই। তাদের সঙ্গেই হবে আমার লড়াই। বিশ্বের সেরা খেলোয়াড় হতে হলে লক্ষ্য ওপরে থাকতে হবে, নিচে নয়। শেষ ইউরো ফুটবলে আমার খুব বাজে সময় গেছে। সুতরাং বিশ্বকাপটা আমার জন্য চ্যালেঞ্জের। সেখানে জোড়া গোল করার চেয়ে ভালো কোনো উপায় ছিল না।’

রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক খুব কম। কিন্তু কেনের কারণে ইংলিশদের হালকাভাবে নিচ্ছে না কেউ। ১৯৯০ বিশ্বকাপে গ্যারি লিনেকারের জোড়া গোলের ২৮ বছর পর প্রথম কোনো ইংলিশ ফুটবলার হিসেবে জোড়া গোল করেছেন হ্যারি কেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads