• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হ্যারি কেইনের হ্যাটট্রিকে নকআউট পর্বে ইংল্যান্ড

পানামার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড

ছবি : সংগৃহীত

ফুটবল

হ্যারি কেইনের হ্যাটট্রিকে নকআউট পর্বে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে জয় পেতে খুবই ঘাম ঝরাতে হয়েছিল ইল্যান্ডকে। আর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ইংল্যান্ডই দুর্বার। পানামার বিপক্ষে  ৬-১ এর বড় ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। এই জয়েই নিজেদের শেষ ষোলোতে জায়গা করে নিলো তারা।

রোববার নিজনি নাভগোরোদে অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটেই ১-০ তে লিড নেয় ইংল্যান্ড । দলের পক্ষে গোল সূচনা করেন জন স্টোনস। কর্নার থেকে পাওয়া বলে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

ইংলিশদের ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে ম্যাচে ২২ মিনিটে, পেনাল্টি থেকে গোলটি করেন হ্যারি কেন।

ম্যাচে ইংল্যান্ডের পক্ষে তৃতীয় গোলটি করেন তরুণ ফরোয়ার্ড জেসে লিংগার্ড। আর চতুর্থ গোলটি করেন প্রথম গোলের নায়ক জন স্টোনস। 

প্রথমার্ধের শেষ দিকে আরেকটি গোলের দেখা পায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে হ্যারি কেন ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে পঞ্চম গোলটি করেন। আসরে এটি তার চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে এসে হ্যারি কেইনের গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তিউনিশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন থ্রি-লায়ন্সদের দলনেতা কেইন। দুই ম্যাচে পাঁচ গোল করে কেইনই এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

দ্বিতীয়ার্ধে অনেকটাই কমে খেলার গতি। একটু ঢিলেভাব দেখা যায় ইংল্যান্ডের রক্ষণে। তারই সুবিধা নিয়ে ৭৮তম মিনিটে একটি গোল শোধ করে ফেলে পানামা। রিকার্দো আভিলার ফ্রি-কিকে স্লাইড করে বল জালে পাঠান দ্বিতীয়ার্ধের বদলি ফেলিপে বালয়। বিশ্বকাপে পানামার এটি প্রথম গোল।

আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। একই সময়ে তিউনিসিয়ার মুখোমুখি হবে পানামা।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল ইংলিশরা। ম্যাচের ৫৯ শতাংশ সময় বল ছিল থ্রি-লায়ন্সদের পায়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads