• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আশি বছরের মধ্যে প্রথমবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল জার্মানি

২০০২ সালের হারের বদলা নিল দক্ষিণ কোরিয়া

ছবি : ইন্টারনেট

ফুটবল

আশি বছরের মধ্যে প্রথমবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল জার্মানি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপ থেকে গতবারের চ্যাম্পিয়নরাই কি না বিদায় নিল। তাও আবার দক্ষিণ কোরিয়ার কাছে হেরে। কিন্তু জার্মানিকে যেভাবে বিনা লড়াইয়ে মুকুট আত্মসমর্পণ করে দিয়ে যেতে দেখা গেল, সেটাই খুব অবাক করেছে।

ইতিহাস বলছে, আশি বছরের মধ্যে প্রথমবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল জার্মানি। উল্টো দিকে দক্ষিণ কোরিয়ার মতো দল। যতই এশীয় শক্তি হিসেবে উঠে আসতে থাকুক, এই গ্রুপে ওরাই ছিল সবচেয়ে দুর্বল। আগের দিন সুইডেনকে ২-১ হারানোর পরে মনে হয়েছিল, এই ম্যাচটা অন্তত পুরনো জার্মানিকে দেখতে পাব। উল্টো যাদের দেখলাম, চিনতে কষ্ট হচ্ছিল তাদের গায়ে জার্মান জার্সি!

জার্মান কোচ জোয়াকিম লো-র দল এবার শুরু থেকেই ভাল খেলছিল না। আগের দিন সুইডেনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধটা বাদ দিলে তাদের আধিপত্য দেখাই যায়নি। মনে রাখা দরকার যে, জার্মানি শুধু গতবারের চ্যাম্পিয়ন হিসেবেই রাশিয়া বিশ্বকাপে আসেনি, তারা কনফেডারেশনস কাপও জিতেছিল। তবু এমন এক প্রতিপক্ষের কাছে হেরে তারা বিদায় নিল, যারা গ্রুপের বাকি দুই দলের কাছে হেরেছে।

২০১৪ সালের সেট পিস থেকে পাঁচটা গোল করেছিল জার্মানি। এবার হুমেলসের মতো ফুটবলার কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলে রাখতে পারছেন না। মুলারের মতো বিশ্বত্রাস স্ট্রাইকার প্রতিপক্ষের মনে ভয় ধরাতে পারা দূরে থাক, কোনো প্রভাবই সৃষ্টি করতে পারছেন না! যা পরিস্থিতি ছিল, জার্মানিকে শেষ ম্যাচটা জিততে হত। কিন্তু গোল করার মতো সুযোগই যারা তৈরি করতে পারছে না, তারা জিতবে কি করে!

দক্ষিণ কোরিয়ার জন্য গর্ব হচ্ছে। নক-আউটে যেতে না পারলেও ইতিহাস তৈরি করে তারা ফিরছে দেশে। এরপর কোরিয়ার ফুটবল আরো উন্নতির দিকে এগোলে অবাক হওয়ার নেই। আশ্চর্যের হচ্ছে, গোল খাওয়ার পরেও ঝাঁঝ যায়নি মুলারদের খেলায়।

আরো একটা প্রতিশোধের কাহিনী লেখা হল বুধবার। খুস হিডিঙ্কের কোচিংয়ে দক্ষিণ কোরিয়া বদলেছিল ১৬ বছর আগের বিশ্বকাপে। এশিয়ার প্রথম দেশ হিসেবে শেষ চারে উঠে হইচই ফেলে দিয়েছিল তারা। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে হেরেই বিদায় নিয়েছিল কোরিয়া। ২০০২ সালের সেই হারের বদলা রাশিয়ায় এসে নিয়ে নিল শিন তায়ে ইয়ংয়ের কোরিয়া। খেলার শেষে কোরিয়ার ফুটবলারদের চোখে আনন্দের জল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads