• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মিডিয়ায় তুলাধুনা জার্মানির

বিদায়!‌ এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না

ছবি : ইন্টারনেট

ফুটবল

মিডিয়ায় তুলাধুনা জার্মানির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুন ২০১৮

ভক্তদের চোখে পানি। এ যন্ত্রণা রাখব কোথায়!‌ বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখবে দল। এ বিশ্বাস নিয়েই তো রাশিয়ায় পা রেখেছিলেন জার্মান ফুটবলভক্তরা। কিন্তু এ কী হয়ে গেল?‌ সব অঙ্কই যে গুলিয়ে গেল। প্রথম ম্যাচ থেকেই বেরঙিন ছিল জার্মানি। মেক্সিকো ম্যাচে হার থেকেও শিক্ষা নেওয়া যায়নি। সুইডেনকে কোনোক্রমে হারানো। ইনজুরি টাইমের গোলে। কিন্তু দক্ষিণ কোরিয়া যে একেবারে ঝামা ঘষে দিয়ে গেল। ৮০ বছরে এ রকম তো হয়নি। বিশ্বকাপে প্রথমবার গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল হিটলারের দেশ। যে ইতিহাস আবার তৈরি হলো স্ট্যালিনের দেশে।

২০১০-এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ২০১৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। ২০০৬-এর চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল। ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্সেরও একই দশা হয়েছিল ২০০২ সালে। তালিকায় এবার যোগ হলো জার্মানি। যে পরিসংখ্যান জার্মান ভক্তদের যন্ত্রণা আরো বাড়িয়ে দিচ্ছে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই গ্যালারিতে থাকা জার্মান সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। জার্মানির এক বহুল প্রচারিত সংবাদপত্রে বলা হয়েছে, ‘‌বিদায়!‌ এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না।’‌ পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‌জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক। ০-২ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়।’‌

গোটা দেশ ভেঙে পড়েছে। জার্মানির এক ফুটবল ভক্ত বলেছেন, ‘‌শুরু থেকেই কোনো কিছু ঠিক ছিল না। প্রথম ম্যাচে হারতে হলো। দ্বিতীয় ম্যাচে কোনোক্রমে জয়। আর কথা বলার জায়গায় নেই।’‌ আর একজন বলেছেন, ‘‌দলটা লড়তেই পারেনি।’‌ জার্মানির অপর এক সংবাদপত্রে লেখা হয়েছে, ‘নেই কোনো পরিকল্পনা। কোনো আবেগ।’‌ টনি ক্রুসের ভাই আবার বলেছেন, ‘‌এটাই ফুটবল।’‌

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads