• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পর্তুগালের বাধা উরুগুয়ে

অনুশীলনে রোনালদোরা

ছবি ইন্টারনেট

ফুটবল

পর্তুগালের বাধা উরুগুয়ে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

নকআউট পর্বে দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজের। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে উরুগুয়ে ও পর্তুগাল। সোচিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

সচরাচর দেখা যায়, কুইজের প্রশ্ন হয় বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন কে? উত্তরটা সবারই জানা উরুগুয়ে। শুধু তাই নয়, পরের আসরেও শিরোপা ধরে রাখে তারা। কিন্তু এরপর যেন হারিয়ে যায় দলটি। সুয়ারেজ-কাভানিদের নৈপুণ্যে বেশ কয়েক বছর ধরে আবারো ফিরে পেতে শুরু করেছে নিজেদের হারিয়ে ফেলা সেই সোনালি দিন। আর তা প্রমাণের জন্য রাশিয়ার বিশ্বকাপকে বেছে নিয়েছে উরুগুয়েনরা। নকআউটে তাদের সামনে রোনালদোর পর্তুগাল।

তবে শুধু রোনালদোকে নিয়ে নয়, পুরো পর্তুগিজ দলকে নিয়ে ভাবছে উরুগুয়ে। সিআর সেভেন সামর্থ্যের ব্যাপারে পূর্ণ ধারণা রয়েছে উরুগুয়ের ফুটবলারদের। তবু শুধু তাকে নিয়ে ভাবছেন না উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। পুরো পর্তুগালকে রুখতে পরিকল্পনা নিয়েছেন তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ডিফেন্ডার কোয়েটস, ‘ক্রিশ্চিয়ানো সারা বিশ্বের অন্যতম তারকা। তার বিপক্ষে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তবে আমরা অবশ্যই কেবল তাকে আটকাতেই মাঠে নামব না। পর্তুগালে আরো অনেক ফুটবলার আছে, যারা আমাদের ক্ষতি করতে পারে। তাই আমাদের ভাবনায় পুরো দলই রয়েছে।’

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে মাত্র তিনটি দল। বেলজিয়াম, ক্রোয়েশিয়ার সঙ্গে উরুগুয়ে আছে। দলটির বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল মিসরের বিপক্ষে। সেই ম্যাচে শেষ মুহূর্তে দেওয়া একমাত্র গোলে জয় পায় তারা। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে উরুগুয়ে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ফলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলছে সুয়ারেজ-কাভানিরা।

৪-৩-১-২ ফরমেশন বেশি পছন্দ উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের। এ ম্যাচেও একই ফরমেশন ধরে রাখবেন তিনি। রাশিয়ার বিপক্ষের জয়ের কম্বিনেশন ভাঙতে হচ্ছে উরুগুয়ের কোচকে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে যাচ্ছেন মিসরের বিপক্ষের ম্যাচের জয়ের নায়ক হোসে গিমেনেজ। সঙ্গে ফিরবেন ডিয়েগো ল্যাকটাল ও লুকাস টোরেইরা। সুতরাং পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামবে উরুগুয়ে।

এদিকে, পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ পর্বেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। ফলে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় পর্তুগাল। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ফলে গ্রুপ ‘বি’ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় পর্তুগাল।

গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে পর্তুগাল গোল করেছে পাঁচটি। এর চারটি এসে রোনালদোর পা থেকে। তাই দ্বিতীয় রাউন্ডে তাকে ঘিরে রণপরিকল্পনা সাজাবেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। ৪-৪-২ ফরমেশনে ছক কষেছেন তিনি। এক ম্যাচ পর একাদশে ফিরছেন মিডফিল্ডার জোয়াও মথিনহো। আছেন ম্যানসিটি তারকা বার্নাদো সিলভা এবং আন্দ্রেস সিলভা। সুতরাং উরুগুয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির দল পাচ্ছেন পতুর্গিজ কোচ। তবে মাথা ব্যথার কারণ হতে পারে হলুদ কার্ড। আগের ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রোনালদো। সুতরাং আজকের ম্যাচে সাবধানে থাকতে হবে তাকে। না হলে এ ম্যাচে হলুদ কার্ড দেখলে, কোয়ার্টার ফাইনালে বসে থাকতে হবে সিআর সেভেনকে।

কিন্তু পরিসংখ্যানে উরুগুয়ের চেয়ে এগিয়ে আছে পর্তুগাল। এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুবার মুখোমুখি হয়েছে দুই দল। একবার জয় পেয়েছে রোনালদোর দল। আর অন্যটি ড্র হয়। আর বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে তারা।

শেষ হাসি কে হাসবে, এটা জানার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads