• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জ্বলে উঠবেন তো ইনিয়েস্তা!

স্পেনের ফুটবল তারকা আন্দ্রেস ইনিয়েস্তা

ছবি : ইন্টানেট

ফুটবল

জ্বলে উঠবেন তো ইনিয়েস্তা!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে চলছে ২০১০ বিশ্বকাপের ফাইনাল। শিরোপা লড়াইয়ে ইউরোপের দুই পরাশক্তি নেদারল্যান্ডস আর স্পেন। দুই দলের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফিটি অর্জন করার সুযোগ। ম্যাচে ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। চলছে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। সেটাও শেষ দিকে। কিছুক্ষণ পর বাজবে রেফারির শেষ বাঁশি। কিন্তু নেদারল্যান্ডসের কমলা রঙের স্বপ্ন রঙহীন করে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। ১১৬ মিনিটে বার্সা তারকার দেওয়া একমাত্র গোলে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের উৎসব করে স্পেন।

পরেরবার ব্রাজিল বিশ্বকাপে একেবারে রঙহীন ছিলেন ইনিয়েস্তাসহ পুরো স্পেন দল। প্রথম ম্যাচে স্প্যানিশদের ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চার বছর আগে রঙহীন করার পরিশোধ নেয় নেদারল্যান্ডস। আর ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় স্পেন। এবার রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন স্প্যানিশরা। এই খুঁজে পাওয়ার মিশনে মাঝমাঠে ভরসার নাম আন্দ্রেস ইনিয়েস্তা। যদিও গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ছন্দে ছিলেন না তিনি। এটাই সম্ভবত ইনিয়েস্তার শেষ বিশ্বকাপ। এরই মধ্যে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নিয়েছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের ফলাফলে হতাশ স্প্যানিশ সমর্থকরা। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে স্পেন। পরের ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় তারা। আর শেষে ম্যাচে মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। কিন্তু তেমন কোনো আহামরি পারফরম্যান্স দেখা যায়নি ৩৪ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে।

তবে এ জন্য বয়স বাধা নয় তার প্রমাণ রেখেছেন এ মৌসুমে বার্সার হয়ে ডাবল জয়ে। স্পেনের হয়ে ১৩টি গোল করা ইনিয়েস্তার জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। এটা হলে শিরোপা পুনরুদ্ধারে মিশন আরো সহজ হবে স্পেনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads