• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ক্রোয়েশিয়ার প্রেরণা নোভগোরাদ

ক্রোয়েশিয়া ফুটবল তারকা নোভগোরাদ

ছবি : ইন্টারনেট

ফুটবল

ক্রোয়েশিয়ার প্রেরণা নোভগোরাদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এবার সেই ক্রোয়েশিয়া রয়েছে ভিন্ন আমেজে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে মিলেছে নকআউট পর্বের টিকেট। ক্রোয়াটদের চোখে ভাসছে ১৯৯৮ বিশ্বকাপের স্মৃতি। অভিষেক বিশ্বকাপে যেবার সেমিতে নাম লিখিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল দ্য ব্লেজার্স শিবির। ফাইনাল খেলা না হলেও বিশ্বকাপে তৃতীয় হওয়াটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সেরা সাফল্য।

সেই সাফল্য ছুঁতে পারবে এবার ক্রোয়েশিয়া? রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ রাত ১২টায় ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিঝনি নোভগোরাদে। এই ভেন্যুই ক্রোয়েশিয়াকে প্রেরণা জোগাচ্ছে পুরোদমে। কারণে এই মাঠেই গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুকা মডরিচরা। আজ কী হবে?

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সাফল্য যেমন ১৯৯৮ বিশ্বকাপ। ডেনমার্কেরও তাই। সেবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল ডেনিশ শিবির। এবারো চোখটা অনেকদূরেই রাখতে চাচ্ছে তারা। যদিও গ্রুপ পর্বের পারফরম্যান্স ক্রোয়েশিয়ার মতো নয় ডেনমার্কের। পেরুর বিরুদ্ধে এক জয় ও বাকি দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বে এসেছে ডেনিশ ডায়নামাইট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র। শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র। পাঁচ পয়েন্ট নিয়ে সি গ্রুপ রানার্স আপ ডেনমার্ক।

তবে সেই তুলনায় ক্রোয়েশিয়ার পারফরম্যান্সের পালে লাগছে জোর হাওয়া। প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়। এরপর আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-০ গোলের মহাকাব্যিক জয়। শেষ ম্যাচে একাধিক পরিবর্তন করেও ২-১ গোলের জয় আইসল্যান্ডের বিরুদ্ধে। টানা তিন জয়, পূর্ণ ৯ পয়েন্ট। ডি গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া।   

ধারে-ভারে আজকের ম্যাচে এগিয়ে থাকছে ক্রোয়েশিয়া। তবে ফিফা র্যাঙ্কিং স্বস্তি জোগাচ্ছে ডেনমার্ককে। যেখানে ১২তম অবস্থানে ডেনিশরা। বিপরীতে ক্রোয়েশিয়ার অবস্থান ২০। আবার হেড টু হেডে জম্পেশ লড়াইয়ের হাতছানি। যেখানে দুদলই সমানে সমান। পাঁচবারের মোকাবেলায় দুদলের জয় দুটি করে। বাকি এক ম্যাচ ড্র। 

তবে বিশ্বকাপে কখনো দেখা হয়নি দুই দলের। এবারই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। বিশ্বকাপের প্রথম সাক্ষাতে কোন দল মাতবে রঙিন উৎসবে, ক্রোয়েশিয়া না ডেনমার্ক? তা সময়ই বলে দেবে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads