• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চনমনে নেইমার অনুশীলনে কস্তা

ব্রাজিল দলের অনুশীলনে ছেলেসহ নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

চনমনে নেইমার অনুশীলনে কস্তা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

বাবা অনুশীলন করছেন। ছেলে মাঠের পাশে বসে তা দেখছে। যতবার ব্রাজিল কোচ তিতে অনুশীলনের মাঝে বিরতি দিচ্ছেন ততবারই বাবা উঠে গিয়ে তাকে আদর করে আসছেন। ব্রাজিলের অনুশীলনে এই আবেগঘন স্নেহময় দৃশ্য দেখা গেল শুক্রবার। চনমনে নেইমারের সঙ্গে অন্যদের মধ্যে অনুশীলনে ছিলেন চোট থেকে মুক্ত হওয়া ডগলাস কস্তা। ফলে ব্রাজিল শিবিরে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।

নেইমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) অনুশীলন করছিলেন মাঠে। যোগব্যায়ামের জন্য বিশেষ আসনে পায়ে বল নিয়ে আগুনে হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন সাম্বার দেশের তারকা। মাটিতে বসে বল পায়ে নাচানো থেকে ড্রিবলিং, পেনাল্টি কিক থেকে ফ্রি-কিক মারছেন নেইমার। আর দূরে বসে তা উপভোগ করতে দেখা গেল দাভিদ লুকা দ্য স্যান্টোসকে। গত আগস্টেই সাত বছরে পড়েছে দাভিদ। কিন্তু ফুটবলে তার দারুণ আগ্রহ। সে জন্যই সোচিতে ব্রাজিল অনুশীলনে ছেলেকে নিয়ে এসেছিলেন নেইমার। হয়তো রাশিয়ায় তার নিজের খেলা নিয়ে গুঞ্জন থামাতে ছেলের ছোঁয়াই জিয়নকাঠি হয়ে উঠবে মেক্সিকো ম্যাচে। গ্রুপ লিগের তিনটি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি নেইমার। একটা গোল করেছেন শুধু। তাকে ছাপিয়ে গেছেন বন্ধু ফিলিপে কুতিনহো। গোল করে এবং করিয়ে। সোনার বুটের লড়াইয়ে গোলের সংখ্যায় নেইমারকে অনেক পেছনে ফেলে দিয়েছেন হ্যারি কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোমেলু লুকাকু। ফলে নেইমারের ওপর বাড়তি চাপ এসে পড়েছে। কাল সোমবার কাজানে মেক্সিকোর বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে নামবে ব্রাজিল। সেই ম্যাচ অগ্নিপরীক্ষা নেইমারের।

শেষ আটে যাওয়ার যুদ্ধে নামার আগে শুক্রবার তিতের শিবিরে খুশির খবর ডগলাস কস্তা চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন। জুভেন্টাসের উইঙ্গারকে এদিন দীর্ঘক্ষণ ধরে ফিজিওর কাছে শারীরিক সক্ষমতার ট্রেনিং নিতে দেখা  গেছে। তিতের অনুশীলনে নেইমারের সঙ্গে কুতিনহো, পাওলিনহোরা ছিলেন দুর্দান্ত মেজাজে। নেইমারের ফুটফুটে ছেলে তাতে যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে। তাকে আদর করতে দেখা গেছে সবাইকে।

এদিকে ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের পাল্টা মানসিক চাপের যুদ্ধ শুরু করে দিয়েছে মেক্সিকো। অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো বলে দিয়েছেন, ‘ফাউলের সময় নেইমার নানা নাটক করে। আমরা সবাই ওকে চিনি। মাঠে আমি বা আমার সতীর্থদের ওর চালাকি ধরার সুযোগ নেই। রেফারি যেন নেইমারের দিকে নজর রাখেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads