• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মার্কার জরিপে চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ‘মার্কা’র জরিপে দেখা যাচ্ছে এবারের রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

মার্কার জরিপে চ্যাম্পিয়ন স্পেন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

নানা ঘটনা আর অঘটনে শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব। এখন চলছে আসল লড়াই। নকআউট পর্বে পা পিছলালেই শেষ। স্বাগতিক রাশিয়া বাদে দেশে ফিরতে হবে শেষ ষোলোর বাকি দলগুলোকে। গ্রুপ পর্বে চমক জাগানিয়া পারফর্ম করেছেন অনেক ফুটবলার, আবার নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ফেভারিট জার্মানি। আর কোনোমতে শেষ ষোলোর টিকেট কেটেছে স্পেন ও আর্জেন্টিনা। এরপরও স্পেনের জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ‘মার্কা’র জরিপে দেখা যাচ্ছে এবারের রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন।

মার্কা তাদের পাঠক এবং লেখকদের নিয়ে একটি ভোটিং পোলের আয়োজন করে। গ্রুপ পর্বে কারা সেরা, শিরোপা জিতবে কে, সর্বোচ্চ গোলদাতা হবেন কে- এগুলো ছিল পোল ভোটিংয়ে।

শিরোপা জিতবে কে, এই পোলে সবচেয়ে বেশি ভোট পড়েছে স্পেনের ঘরে। রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন এমনটি মনে করেন ভোটিংয়ে অংশ নেওয়া অধিকাংশ পাঠক এবং লেখক। প্রায় ১ লাখ ৩০ হাজার পাঠকের ভোটে সর্বোচ্চ ৩৬ শতাংশ ভোট পেয়েছে স্পেন। ভোটারদের দ্বিতীয় পছন্দ ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে গেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ শতাংশ ভোট। আর গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন ১৪ শতাংশ ভোটার।

যদিও স্পেন এত ভোট পেয়েছে স্প্যানিশদের ভোটেই। স্পেনের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কার পাঠকরা অগ্রাধিকার দিয়েছেন তাদের দেশকেই। অথচ গ্রুপ পর্ব মোটেই ভালো করতে পারেনি স্পেন। নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে স্প্যানিশরা। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলের জয় পায় তারা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে গোল ব্যবধানে এগিয়ে থেকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় স্পেন।

ভাগ্য ভালো হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স কিংবা উরুগুয়েকে পেতে হয়নি রামোসদের। কাজে স্পেনের ফাইনালে যাওয়ার পথটা অনেক সহজ। এ কারণে স্পেনের পাল্লা ভারী বলে মনে করছেন স্প্যানিশরা।

এদিকে গ্রুপ পর্বে কে সেরা ফুটবলার ভোটিং পোলে পাঠকরা বেছে নিয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচকে। আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোল ছাড়াও গ্রুপ পর্বের তিন ম্যাচে আলো ছড়ান ক্রোয়াট অধিনায়ক। ফলে মার্কার ২৮ শতাংশ পাঠকের মতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন রিয়াল মাদ্রিদের তারকা মডরিচ। এদিকে ২২ শতাংশ করে ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কুতিনহো এবং স্পেনের ইসকো।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বিদায় নিয়েছে পোল্যান্ডও। হতাশ করা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে আছেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে রোনালদোর শট তার হাত ফসকে জালে জড়ায়। দু’নম্বরে আছেন পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি আর তিনে জার্মানির মেসুত ওজিল। ডি গিয়ার ঘরে ভোট পড়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ শতাংশ ভোট পেয়েছেন পোলিশ অধিনায়ক আর জার্মান মিডফিল্ডার ওজিল ভোট পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ।

এই মুহূর্তে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার সবার উপরে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন। চারটি করে গোল করে দ্বিতীয়তে বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্কার ভোটে হ্যারি কেন হতে পারেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ভোটিং পোলে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিকে (ভিএআর) সমর্থন জানিয়েছেন পত্রিকাটির ৪৪ শতাংশ পাঠক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads