• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ উচ্ছাস

বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছবি : বাংলাদেশের খবর

ফুটবল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ উচ্ছাস

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুলাই ২০১৮

দূর উত্তরে রাশিয়ার ভোলগা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে ‘বিশ্বকাপ ফুটবল ২০১৮’ এর আসর। রাশিয়ার ভোগলা নদীর তীর থেকে বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। সে উত্তাপের অংশ থেকে বাদ যায়নি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

ঈদ আর গ্রীষ্মকালীন ছুটি শেষে মাত্রই খুলেছে ক্যাম্পাস। অনেক দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের চায়ের আড্ডা, আলোচনা, খুনসুটির মূল বিষয় আছে বিশ্বকাপ ফুটবল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে ঢুকতেই তোরণের দুইপাশে চোখে পড়ে ব্রাজিলের বিশাল পতাকা। ভাষা শহীদ রফিক ভবনের ঝুলছে আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা। ক্যাম্পাস থেকে বের হয়ে টিএসসি এলেই দেখা যায় টি-স্টলে চলছে খেলার চুলচেরা বিশ্লেষণ, বিভিন্ন দলের সমর্থকদের তর্ক-বিতর্ক, যুক্তি আর পালটা যুক্তি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ক্যাফেটেরিয়া, শান্ত চত্বর, বিবিএ বিল্ডিং, কাঁঠালতলা সহ শিক্ষার্থীদের বিভিন্ন আড্ডাস্থল ঘুরে দেখা যায় ফ্রান্স, স্পেন, জার্মানী, পর্তুগাল সহ অন্যান্য দলের সমর্থকদের সরব উপস্থিতি। তবে সব ছাপিয়ে আলোচনা, তর্ক-বিতর্কের কেন্দ্রে রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা।

শনিবার রাতে শেষ ষোলোর খেলায় ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় এবং গত সোমবার ব্রাজিলের কাছে মেক্সিকোর হারে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ব্রাজিল সমর্থকেরা। অন্যদিকে বিশ্বকাপের বিভিন্ন প্রসঙ্গ তুলে পাল্টা জবাব দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads