• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঢেলে সাজানো হবে আর্জেন্টিনাকে

আরজেন্টিনা ফুটবল টিম ২০১৮

ছবি : ইন্টারনেট

ফুটবল

ঢেলে সাজানো হবে আর্জেন্টিনাকে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

গত বিশ্বকাপের রানার্স আপ। হয়নি একটুর জন্য চ্যাম্পিয়নের স্বাদ নেওয়া। সেই আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই বিদায়। যাকে নিয়ে স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা, সেই লিওনেল মেসিও পারেননি। সব মিলিয়ে দলের সার্বিক পারফরম্যান্স ছিল লেজেগোবরে। আর তাই ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া হাতে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সম্প্রতি তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে প্রাধান্য পাবে তারুণ্য। দলের বাইরে চলে যাওয়া লাগতে পারে সার্জিও অ্যাগুয়েরো থেকে শুরু করে ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন, নিকোলাস ওটামেন্ডি, সার্জিও রোমেরো ও আরমানিদের। ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবলকে বিদায় বলেছেন হ্যাভিয়ের মাশ্চেরানো ও লুকাস বিগলিয়া। লিওনেল মেসি তার সিদ্ধান্ত জানাননি এখনো। ধরে নেওয়া হচ্ছে অবসরের ঘোষণা দেবেন না তিনি। আর তা হলে অনুমিতভাবে দলে থাকবেন তিনি। তাকে নিয়ে নতুন পরিকল্পনায় এগোবে আর্জেন্টিনার ফুটবল কর্তারা।

মেসিসহ আর্জেন্টিনার নতুন দল কেমন হবে। তার ইঙ্গিত পাওয়া গেছে ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে। প্রথমে পরিবর্তন আসবে গোলরক্ষকের পজিশনে। বুড়োদের বাদ দিয়ে আর্জেন্টিনার চোখ ২৪ বছর বয়সী জেরোনিমো রুয়ির দিকে। বেশ কয়েক বছর ধরেই তিনি খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে। রক্ষণভাগে বর্তমান দলের নিকোলাস টাগলিয়াফিকো থেকে যেতে পারেন। তবে সেন্টার ব্যাক জুটি হবে নতুন। ২২ বছর বয়সী ইমানুয়েল মাম্মানা এবং একই বয়সের রিভারপ্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তা হবেন আর্জেন্টিনার নতুন দলের রক্ষণভাগের যোদ্ধা। রাইট ব্যাক হিসেবে আসবেন ২২ বছর বয়সী ফ্যাব্রিসিও বুস্তোস।

মাঝমাঠে মাশ্চেরানোর অভাব পূরুণ করবেন কে? তার জন্য আছেন ২১ বছর বয়সী আসকাসিবার। তিনি খেলে থাকেন জার্মানির ক্লাব স্টুটগার্টে। তার সঙ্গী হবেন পিএসজির ২২ বছর বয়সী মিডফিল্ডার জিওভানি লো সেলসো। রাশিয়া বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন। তবে মাঠে নামানো হয়নি তাকে। এই দুজনের সঙ্গে মাঝমাঠের অপর কারিগর হিসেবে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, যাকে রাশিয়া বিশ্বকাপে দলে জায়গা না দেওয়ায় অনেক কথা শুনতে হয়েছে কোচ সাম্পাওলিকে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ ছিল মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনির চোট। তিনি থাকলে দলের চেহারা পাল্টে যেতে পারত। ল্যানজিনি তাই আগামীর দলে ভালোমতোই থাকছেন। আক্রমণভাগে ফলস নাইনে দেখা যাবে মাউরো ইকার্দিকে। তার সঙ্গে পাওলো দিবালা। যিনি রাশিয়া বিশ্বকাপে খেলেছেন মাত্র ২৬ মিনিট। এই দুজনের পেছনে থাকবে লিওনেল মেসি। তবে মেসি যদি কোনো কারণে না থাকেন, তার জায়গায় আসবেন ক্রিস্টিয়ান পাভন। তখন খেলার পদ্ধতিতেও আসবে পরিবর্তন।

সব মিলিয়ে কাতার বিশ্বকাপের আগে খোলনলচে পাল্টে যাবে আর্জেন্টিনা দলের। দীর্ঘদিনের শিরোপা বন্ধ্যত্ব ঘোচাতে ঐতিহাসিক পরিবর্তনে পিছপা হবে না দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads