• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সাবেক চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার লড়াই

রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮

ছবি : ইন্টারনেট

ফুটবল

সাবেক চ্যাম্পিয়নদের এগিয়ে যাওয়ার লড়াই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ জুলাই ২০১৮

বিশ্বকাপের প্রথম শিরোপা ১৯৩০ সালে জিতেছিল উরুগুয়ে। এরপর আরো একবার বিশ্বকাপের সোনালি ট্রফি ঘরে তোলে তারা ১৯৫০ সালে। আর ১৯৯৮ সালে হোম কন্ডিশনের সুবিধা নিয়ে বিশ্ব আসরে সেরা হয় ফ্রান্স। এরপর আর শিরোপা জেতা হয়নি দু’দলের। এবার রাশিয়া বিশ্বকাপে দুই দলের এগিয়ে যাওয়ার পালা। সেই লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে আজ রাত ৮টায় ল্যাটিন আমেরিকার দল উরুগুয়ের মুখোমুখি হবে ইউরোপের শক্তি ফ্রান্স।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ফ্রান্স-উরুগুয়ে মুখোমুখি হয়েছে  মোট সাতবার। যার চারটি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি। ফ্রান্স জিতেছে একবার আর উরুগুয়ে জয় পেয়েছে দুটি।

বিশ্বকাপের মঞ্চে তিনবারের দেখায় দুটি ড্র আর একবার জিতেছে উরুগুয়ে।

এবারের বিশ্বকাপে কঠিন পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও পেরুর বিপক্ষে জয় আর ডেনমার্কের সঙ্গে ড্র করে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয় ফরাসিরা। আর শেষ ষোলো লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল। এবার তাদের সামনে ল্যাটিন শক্তি উরুগুয়ে।

এদিকে ফ্রান্সের তুলনায় কিছুটা সহজ ছিল উরুগুয়ের গ্রুপ পর্ব। মিসর, সৌদি আরব ও স্বাগিতক রাশিয়াকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয় তারা। আর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারায় উরুগুয়ে। কিন্তু ফ্রান্সের বিপক্ষে মহারণে ম্যাচের আগে পিএসজির তারকা এডিনসন কাভানির খেলার সম্ভাবনা নেই বলেই চলে। এরপর দলের অন্যতম সেরা এই তারকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা দিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

দুই দলের এক জায়গায় মিল রয়েছে। সবশেষ ২০১৪ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে বাদ পড়েছিল উরুগুয়ে। আর একই বিশ্বকাপে ব্রাজিলেরই কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে এক ম্যাচ বেশি খেলা ফ্রান্স। ফ্রান্স-উরুগুয়ে মধ্যকার জয়ী দল ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে জয় পাওয়া দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে। সুতরাং এই ম্যাচ দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের এগিয়ে যাওয়ার লড়াই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads