• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সুইডেনকে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ড

সুইডেনকে হারানোর পর ইংল্যান্ড দলের উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

সুইডেনকে হারিয়ে সেমি ফাইনালে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-০ গোলে সুইডেনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ম্যাচের শুরু থেকেই সতর্ক ইংল্যান্ড নিজেদের রক্ষণভাগ আগলে রেখেই প্রতিপক্ষের সীমানায় আক্রমণে যায়।

আজ শনিবার সামারায় অনুষ্ঠিত ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। দলকে প্রথমে এগিয়ে দেন ডিফেন্ডার হ্যারি মাগুইরে। কর্নার থেকে পাওয়া বলে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।

ইংলিশদের ব্যবধান দ্বিগুণকরা গোলটি করেন ডেলে আলি। ম্যাচের ৫৯ মিনিটে প্রতিপক্ষের অফসাইডের ফাঁদ ভেঙে জেসি লিনগার্ডের মাপা ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি।

এর আগে ১৪ মিনিটে একটি সুযোগ হাতছাড়া করেন হ্যারি কেন। বক্সের সামনে থেকে তাঁর চমৎকার প্লেসিং সাইডবার ঘেঁষে বাইরে চলে যায় বল।

প্রথমার্ধের শেষ মিনিটে একেবারেই সহজ সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ড। স্ট্রাইকার রাহিম স্টারলিং একটি বল নিয়ে বক্সে ঢুকে পড়ে, সুইডেন গোলরক্ষক দৌড়ে গিয়ে ঝাপিয়ে পড়ে রক্ষা না করলে গোল হতে পারতো।

অবশ্য সুইডেন দু’একটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। তাই হেরে শেষ থেকেই বিদায় নিতে হয় তাদের।

অবশ্য গ্রুপ পর্ব এবং শেষ ষোলোতে বেশ ভালোই খেলেছিল সুইডেন। কিন্তু শেষ সে দলটিকে মোটেও খুঁজে পাওয়া যায়িন কোয়ার্টার ফাইনালে।

অবশ্য এদিন নিষ্প্রভ ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও। এখন পর্যন্ত ৬ গোল করে শীর্ষে থাকা ইংলিশ স্ট্রাইকার এই ম্যাচে কোনো গোল করতে পারেননি। অবশ্য তাঁর দল সহজেই জিতেছে।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, হ্যারি ম্যাগুইয়ার, জন স্টোনস, জর্ডান হেন্ডারসন, জেসি লিনগার্ড, কিরান ট্রিপিয়ার, ডেলে আলি, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন

সুইডেন একাদশ: রবিন ওলসেন, এমিল ক্রাফট, ভিক্তর লিনদেলফ আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত, লুদভিক আউগুস্তিনসন, ভিক্তর ক্লসন, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফর্সবার্গ, মার্কাস বার্গ, ওলা তইভনেন 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads