• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টাইব্রেকেই রাশিয়ার বিদায়

গোলের আনন্দে ইংলিশ ফুটবলারদের উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

টাইব্রেকেই রাশিয়ার বিদায়

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া সেমিতে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

টাইব্রেকার মানেই ভাগ্য। যে টাইব্রেকারে ভর করে শেষ আটে উঠেছিল, সেই টাইব্রেকারেই হেরে বিদায় নিয়েছে স্বাগতিক রাশিয়া। গতরাতে সোচির ফিস্ত স্টেডিয়ামে শেষ আটের ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ক্রোয়েশিয়া ৪-৩ গোলে রাশিয়াকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার পক্ষে জয়সূচক গোল করেন রাকিটিচ।

বার বার ফেভারিট থেকেও ১৯৬৬ সালের পর দীর্ঘ ৫২ বছর শিরোপা জেতা হয়নি ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ডের। তবে এবার তারা যে অন্যতম শিরোপার দাবিদার, তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। গতকাল শনিবার সামারা অ্যারেনায় রাশিয়া বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-০ গোলে আরেক ইউরোপীয় দল সুইডেনকে হারিয়ে ২৮ বছর পর আবারো সেমিফাইনালে নাম লিখিয়েছে।

ইংল্যান্ড প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। তাদের মূল্যবান গোল দুটি করেন ম্যাগুইয়ার ও ডেলে আলি। ম্যাচের শুরু থেকে বল দখলে ইংল্যান্ড এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে গোল আসে সেটপিস থেকে। আধা ঘণ্টার মাথায় অ্যাশলি ইয়াংয়ের কর্নারে লাফিয় উঠে দারুণ হেডে বল জালে পাঠান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার (১-০)। ইংল্যান্ডের হয়ে এটাই তার প্রথম আন্তর্জাতিক গোল। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের রাহিম স্টার্লিং। অফসাইডের ফাঁদ এড়িয়ে পেছন থেকে উড়ে আসা বল নামিয়ে গোলরক্ষককে কাটাতে চেয়েছিলেন। কোনোমতে হাত লাগিয়ে বল পার হতে দেননি রবিন ওলসেন। আবার বল নিয়ন্ত্রণে নিয়ে শট মেরেছিলেন স্টার্লিং। কিন্তু ততক্ষণে সামনে শরীরটা নিয়ে ঠেকালেন আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত।

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে সুইডেন। ৪৭ মিনিটে সুইডেনের বার্গ চমৎকারভাবে হেড করলেও তা ইংল্যান্ডের গোলকিপার রুখে দেন। তবে ধীরে ধীরে ইংল্যান্ড খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা চালাতে থাকে। ৫৪ মিনিটে ম্যাগুইয়ারের হেড থেকে সুযোগ তৈরি হলেও ইংল্যান্ডের কোনো খেলোয়াড় না থাকায় দল গোল পায়নি। ৫৮ মিনিটে সফল হয় ইংল্যান্ড। লিংগার্ডের ক্রস থেকে চমৎকার হেডে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ডেলে আলি (২-০)। ৬২ মিনিটে সুইডেনের বার্গের পাস থেকে বল পান ক্লাসন। কিন্তু তিনি গোলে কিক করার আগেই ইংলিশ গোলকিপার মাটিতে শুয়ে পড়ে বল লুফে নেন। ৭০ মিনিটে একটি গোল শোধ করার সুযোগ পায় সুইডেন। দলের বার্গের দারুণ শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইংলিশ গোলকিপার। 

এবারের আসরে প্রথম পর্বে তিন ম্যাচের দুটিতে জিতে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে ইংল্যান্ড। তারা শেষ ষোলোয় টাইব্রেকারে কলম্বিয়াকে হারায়। আর সুইডেনকে হারিয়ে উঠে গেল শেষ চারে।

এবারের আসরে প্রথম পর্বে তিন ম্যাচের দুটিতে জিতে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় সুইডেন। আর শেষ ষোলোয় তারা ১-০ গোলে সুইজারল্যান্ডকে হারায়। কিন্তু শেষ আটে হেরে এবারের মতো স্বপ্ন ধূলিস্যাৎ হলো তাদের। 

এদিকে সোচির ম্যাচের শুরু থেকে কোনো দলই ভালো আক্রমণের সুযোগ তৈরি করতে না পারলেও ৩১ মিনিটের সময় আচমকা গোল করে এগিয়ে যায় রাশিয়া। দলের দিজিউবার পাস থেকে বল পেয়ে দুরন্ত শটে ক্রোয়েশিয়ার গোলকিপার সুবাসিচকে ডান দিক দিয়ে পরাস্ত করেন চেরিশেভ (১-০)। চলতি বিশ্বকাপে এটা চেরিশেভের চতুর্থ গোল। অবশ্য রাশিয়া এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৮ মিনিট পরই গোল করে ম্যাচে সমতা আনে ক্রোয়েশিয়া। দলের মান্দজুকিচের পাসে আন্দ্রেই ক্রামারিচ হেড করে রাশিয়ার গোলকিপার আকিনফিবকে পরাজিত করেন (১-১)।

ম্যাচের ৫৯ ক্রোয়েশিয়ার পেরিসিচের শট রাশিয়ার গোলবারে লেগে ফিরে আসে। দুই মিনিট পর রাশিয়ার দিজিউবার হেড সরাসরি ক্রোয়েশিয়ার গোলকিপারের হাতে চলে যায়। ৭২ মিনিটে রাশিয়ার এরোখিন গোল করার সুযোগ হারান। তার হেড ক্রসবারের ওপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। 

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায়  খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। ম্যাচের ১০০ মিনিটের সময় কর্নার  থেকে সৃষ্ট জটলায় হেড করে গোল করেন ক্রোয়েশিয়ার ভিদা (২-১)। ১১৪ মিনিটে ডিজাগোয়েভের ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন রাশিয়ার ফার্নান্দেস (২-২)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads