• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বাকি রইল ‘চার’!

নতুন চ্যাম্পিয়ন হিসেবে সম্ভাবনা রয়েছে ক্রোয়েশিয়ার

ছবি : ইন্টারনেট

ফুটবল

বাকি রইল ‘চার’!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

যোগীন্দ্রনাথ সরকারের বিখ্যাত চারটি কবিতার একটি ‘হারাধনের দশটি ছেলে’। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত সবক’টি ছেলেকে হারিয়ে ফেলেন হারাধন। বর্তমানে রাশিয়া বিশ্বকাপের একই অবস্থা। ৩২ দল নিয়ে শুরু হলেও একে একে বাদ পড়েছে ২৮টি দল। বর্তমানে বাকি রয়েছে চার দল- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। আগামী ১১ জুলাইয়ের পর বাকি থাকবে দুটি দল, যারা ১৫ জুলাই মুখোমুখি হবে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে। সেখানে শিরোপা উৎসবে মাতবে একটি দল। কিন্তু প্রশ্ন হচ্ছে- মস্কোর লুঝনিকির ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে কারা?

আগামীকাল ১০ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। সেন্ট পিটারবার্গে রাত ১২টায় ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। পরদিন অর্থাৎ ১১ জুলাই বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে একই সময় দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা রাখে চার দলই। কিন্তু সেটি তো সম্ভব নয়। কারণ ফাইনালে উঠবে দু’দল। সে ক্ষেত্রে ফ্রান্স ও ইংল্যান্ড এগিয়ে। কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না বেলজিয়ামের সম্ভাবনাও। কারণ গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। তেমনি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও হট ফেভারিট ব্রাজিলকে পরাস্ত করে সেমির লড়াইয়ে এসেছেন হ্যাজার্ড-লুকাকুরা। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন তারা। সুতরাং ফাইনালের দৌড়ে তাদের সম্ভাবনাও বেশ জোরালো। আর তাই যদি হয়, তাহলে রাশিয়া বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন।

নতুন চ্যাম্পিয়ন হিসেবে সম্ভাবনা রয়েছে আরেক দল ক্রোয়েশিয়ার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেমিতে খেলছেন ক্রোয়েটরা। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জয়ের পথে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনাকে হারিয়েছেন মডরিচ-রাকিটিচরা। নকআউট পর্বে ডেনমার্ক আর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়াকে পেছনে ফেলে শেষ চারের লড়াইয়ে এসেছে ক্রোয়েশিয়া। বিশ্বের সেরা দুই মিডফিল্ডার লুকা মডরিচ ও ইভান রাকিটিচ এবং গোলরক্ষক সুবাসিচের কারণে ফাইনালের পথে ক্রোয়েটদেরও এগিয়ে রাখতে হচ্ছে।

আবার সাবেক চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকে এগিয়ে রাখছেন ফ্রান্স ও ইংল্যান্ডকে। ইংলিশরা বিশ্বকাপের ট্রফি জিতেছেন একবার, ১৯৬৬ সালে। আর ১৯৯০ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে খেলছে ইংল্যান্ড। ২৮ বছর পর সেমিতে আসার পথে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি সাউথগেটের দলের। গ্রুপ পর্বে পানামা, তিউনিসিয়াকে হারালেও বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায় ইংল্যান্ড। রাউন্ড অব সিক্সটিনে ল্যাটিন আমেরিকার দল কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়ের পর কোয়ার্টার ফাইনালে সুইডেনকে হারান ইংলিশরা। তাই সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে কিছুটা পরীক্ষায় পড়তে হতে পারে ইংল্যান্ডকে। দ্বিতীয় ট্রফি জয়ের পথে থাকায় ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে তাদেরও।

এদিকে দ্বিতীয় ট্রফি জয়ের সম্ভাবনা আছে ফ্রান্সেরও। সবচেয়ে তারুণ্যনির্ভর দল নিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে আসেন দিদিয়ের দেশম। মাঠের লড়াইয়ে এর প্রমাণ রেখে চলেছেন ফরাসি ফুটবলাররা। গ্রুপ পর্বে ফ্রান্স অস্ট্রেলিয়া, পেরুকে হারালেও ডেনমার্কের সঙ্গে ড্র করে। রাউন্ড অব সিক্সটিনে নিজেদের শক্তির জানান দেন ফরাসিরা। মেসির আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় ফ্রান্স। শেষ আটের লড়াইয়ে ল্যাটিন আমেরিকার আরেক দল উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এসেছে তারা। গতিময় ফুটবলের কারণে ফ্রান্সকেও ফাইনালে দেখছেন অনেকে।

যে-ই ফাইনালে আসুক, রাশিয়া বিশ্বকাপের ট্রফি ইউরোপেই থেকে যাচ্ছে। এমনকি সম্ভাবনা জেগেছে নতুন চ্যাম্পিয়নের। ক্রোয়েশিয়া-বেলজিয়াম ফাইনালে উঠলে বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। আর ফ্রান্স-ইংল্যান্ড ফাইনাল হলে আর্জেন্টিনা ও উরুগুয়ের সঙ্গে দুইবার করে শিরোপাজয়ীদের তালিকায় নাম উঠবে যেকোনো একটির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads