• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এমবাপেকে নিয়ে সতর্কতা

ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে

ছবি : ইন্টারনেট

ফুটবল

এমবাপেকে নিয়ে সতর্কতা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে তেড়েফুঁড়ে খেলেছিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি এই তরুণ স্ট্রাইকার এখন যেকোনো প্রতিপক্ষের জন্য হুমকি। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি বেলজিয়াম। যে ম্যাচে ফ্রান্সের জন্য এমবাপে তুরুপের তাস। প্রতিপক্ষ বেলজিয়াম শিবিরেও চলছে এমবাপেকে নিয়ে পরিকল্পনা। এরই মধ্যে বেলজিয়ামের ডিফেন্ডার টমাস ভারমালেন এমবাপেকে নিয়ে সতর্ক করেছেন সতীর্থদের।

অপরাজিত থেকে ফ্রান্সের সেরা চারে উঠে আসার পথে তিন গোল করেছেন এমবাপে। শেষ ষোলোয় আর্জেন্টিনার জালে জোড়া গোল করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। এমবাপেকে আটকানোর জন্য বিশ্বমানের খেলোয়াড় বেলজিয়াম দলে আছে বলে বিশ্বাস ভারমালেনের। প্রতিপক্ষ দলের বাকিদের প্রশংসা করলেও পিএসজি ফরোয়ার্ডকে ‘ফ্রান্সের সেরা’ মানছেন তিনি।

ভারমালেনের মতে, ‘আমার কাছে ফ্রান্স দলের সেরা খেলোয়াড় এমবাপে। সে খুবই গতিময় খেলোয়াড় এবং মুহূর্তেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। কিন্তু উসমান দেম্বেলে, অলিভার জিরুদ বা এনগোলাদের মতো খেলোয়াড়দের নিজস্ব দক্ষতা এবং মান আছে। ফ্রান্স খুবই শক্তিশালী একটি দল কিন্তু আমার কাছে এমবাপে সেরা।’

বেলজিয়ামের হয়ে একটি ম্যাচেই খেলেছেন ভারমালেন। আর সেটা ব্রাজিলের বিরুদ্ধে বদলি হিসেবে। তবে বার্সা এই ডিফেন্ডার মনে করছেন, ব্রাজিলের চেয়েও কঠিন ম্যাচ হবে ফ্রান্স-বেলজিয়ামের মধ্যে। তবে তার চোখে শিরোপার স্বপ্ন, ‘আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে চাই। যদি আমরা ফাইনালে উঠতে না পারি বা বিশ্ব চ্যাম্পিয়ন না হতে পারি, সেটা হতাশার হবে।’

তিনি আরো বলেন, ‘ব্রাজিলকে হারানোর কয়েক ঘণ্টা পর থেকেই আমরা ফ্রান্স ম্যাচে দৃষ্টি দিয়েছিলাম। কেননা আমাদের লক্ষ্য ফাইনাল জেতা। ফ্রান্স সব সময় শিরোপা জয়ের জন্য অন্যতম ফেভারিট। ব্রাজিল ম্যাচের চেয়ে ফ্রান্স ম্যাচ কঠিন হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads