• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বেলজিয়ামকে রুখে ফাইনালে ফ্রান্স

বেলজিয়ামকে রুখে ফ্রান্সের খেলোয়াড়দের উল্লাস

ছবি : ইন্টারনেট

ফুটবল

বেলজিয়ামকে রুখে ফাইনালে ফ্রান্স

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে রুখে ফাইনালে গেল ফ্রান্স।  উমতিতির হেড থেকে আসা একমাত্র গোলে জিতেছে দিদিয়ের দেশমের দল। 

মঙ্গলবার সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা বেলজিয়াম গোলের সুযোগ তৈরি করলেও ফল পায়নি । 

বেলজিয়াম অধিনায়ক এদেন আজার দুর্দান্ত খেলেছেন। আর কেভিন ডে ব্রুইনেও চমৎকার খেলেছেন। তবে মার্তিনেসের দল এবারের আসরে প্রথমবারের মতো গোল পেল না। 

টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল বেলজিয়াম। ‘সোনালী প্রজম্মরা’ পেল না প্রথম ফাইনালের স্বাদ।
এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সবশেষ ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ফরাসিরা।
আগামী রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের মধ্যে বিজয়ীরা।

আর শনিবার সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads