• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘ফাইনালের জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া’ : দালিচ

ছবি : ইন্টারনেট

ফুটবল

‘ফাইনালের জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া’ : দালিচ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

ম্যাচের সব বিভাগেই এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। মিলিত দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতেই এসেছে সাফল্য। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ধরা দিয়েছে জয়। হাতে এসেছে রোববারের ফাইনালের টিকেট। শুরুতে পিছিয়ে পরেও দলের জয়ের কারণ জানাতে গিয়ে এমন ব্যাখ্যাই দেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ, ‘খেলার প্রতিটি ক্ষেত্রে ইংল্যান্ডের চেয়ে দল হিসেবে আমরা ভালো করেছি। আমরা তাদের খাটো করে দেখিনি। আমরা তাদের সমীহ করেছি। কারণ আমরা তাদের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করেছিলাম। আমরা জানতাম তারা কোথায় কী করতে যাচ্ছে।’

শেষ চারের ম্যাচে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে ক্লান্ত ক্রোয়েশিয়া। কিন্তু কোচ দালিচ কিন্তু তা মানতে নারাজ। তার দৃঢ় আত্মবিশ্বাস, তারুণ্যনির্ভর ফরাসি ফুটবল বিপ্লব রুখে দিতে ফাইনালের জন্য প্রস্তুত ক্রোয়েশিয়া, ‘আরো একটি অগ্নিপরীক্ষার মুখোমুখি আমরা। তবে চমৎকার একটি ম্যাচ হবে ফাইনাল। আমরা এর জন্য প্রস্তুত। আমি নিশ্চিত সবাই ম্যাচটি দেখে উপভোগ করবে। ফ্রান্সের প্রতি অগাধ শ্রদ্ধা আছে আমার।’

১৯৯৮ বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল ফ্রান্স। ফাইনালের প্রতিপক্ষ আবার সেই ফ্রান্স। মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এখন ক্রোয়েশিয়ার সামনে। কিন্তু কোচ দালিচ সেভাবে দেখছেন না। ফরাসি তারুণ্যকে হালকাভাবে নিচ্ছেন না, ‘ফাইনালে ওঠা দলের মধ্যে কোনো দুর্বলতা নেই। চমৎকার ফুটবলারদের নিয়ে গড়া শীর্ষসারির দল তারা। কিন্তু ফ্রান্সকে নিয়ে আগামীকাল আলোচনা করতে যাচ্ছি। এ বিষয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আজ আমরা ফাইনালে উঠেছি। উদযাপন করব, বিশ্রাম নেব। তারপরই ফ্রান্সের জন্য প্রস্তুতি নেব।’

ম্যাচ শুরুর আগেই উৎসাহ দিয়েছেন কোচ দালিচ। তা শেষ অবধি কাজেও দিয়েছে। ক্রোয়েশিয়ান ফুটবল গুরু জানালেন সেটাও, ‘আমরা অনুপ্রাণিত ছিলাম। ম্যাচের আগে খেলোয়াড়দের আমি বলেছিলাম- চাপ নেওয়ার কিছু নেই, দুশ্চিন্তা করো না, মাথা ঠাণ্ডা রেখো, আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। এজন্য গর্বিত হও এবং নিজেদের ফুটবল খেলাকে উপভোগ করো। তারা তাই করেছে। ফুটবলাররা নিজেদের খেলাকে উপভোগ করেছে।’

ঐতিহাসিক এ জয়ের সুবাদে রোববার ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া। প্রথমবারের মতো ফুটবল মহাযজ্ঞের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জনের পথে নিরলস প্রয়াস চালানোর জন্য ভক্ত-সমর্থক ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ দালিচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads