• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সোমবার জুভেন্টাসে রোনালদোবরণ

জুভেন্টাসে সই করেছেন সিআর সেভেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

সোমবার জুভেন্টাসে রোনালদোবরণ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

রিয়াল মাদ্রিদ সমর্থকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা!‌ গত কয়েক সপ্তাহ ধরেই খবরটা ছড়িয়ে পড়েছিল। তবুও একটা বিশ্বাস ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছাড়বেন না। কিন্তু মঙ্গলবার সেটাই সত্যি হয়ে গেছে। জুভেন্টাসে সই করেছেন তিনি। আগামী সোমবার জুভেন্টাসে রোনালদোকে বরণ করে নেওয়া হবে।

৯ বছরে মানুষটার সঙ্গে রিয়ালের তৈরি হয়েছে আত্মীয়তার সম্পর্ক। প্রিয় ক্লাবকে কত সাফল্যই না এনে দিয়েছেন। সেই সিআর সেভেনই যে দল ছেড়ে দেবেন, ভাবতে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে সমর্থকদের। কোচের পদ থেকে জিনেদিন জিদানের সরে যাওয়ার ঠিক ৪০ দিনের মাথায় ক্লাব হারাল রোনলদোকে। রীতিমতো মুষড়ে পড়েছেন রিয়াল সমর্থকরা। ‘‌মার্কা’‌ লিখেছে, রিয়ালের অনেক প্লেয়ারও বিশ্বাস করতেন, যতই জল্পনা ছড়াক, মাদ্রিদ ছাড়বেন না রোনালদো। মিথ্যে হয়েছে সে ভাবনা। রোনালদো আর ট্রফি আনবেন না সান্তিয়াগো বার্নাব্যুতে, এটা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে রিয়ালের কোচিং স্টাফ থেকে সমর্থক- সবার।

এর মধ্যেই আরো একটা খবর পৌঁছেছে সমর্থকদের কানে, যা মন খারাপের আবহকে আরো ভারী করে তুলেছে। প্রিসিজন টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলবে রিয়াল মাদ্রিদ, আগামী ৫ আগস্ট। ওয়াশিংটন লাগোয়া মেরিল্যান্ডের ফেডেক্স ফিল্ডে রিয়ালের বিপক্ষ কে?‌ জুভেন্টাস!‌ সেই ম্যাচে রোনালদো কি খেলবেন?‌ নতুন দলের জার্সি গায়ে নেমে পড়বেন পুরনো ক্লাবের বিরুদ্ধে?‌ চর্চা রীতিমতো তুঙ্গে। রোনালদো ওই ম্যাচে খেলবেন কি না এখনো নিশ্চিত নয়। কিন্তু ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে রিয়াল সমর্থকদের।

এই মুহূর্তে গ্রিসে ছুটি কাটাচ্ছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে রাজি করাতে গ্রিসেই উড়ে গিয়েছিলেন জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে অ্যাগনেলি। কাজ সম্পন্ন করে ফিরে গেছেন তুরিনে। এবার তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন জুভেন্টাস স্টেডিয়ামে রোনালদোবরণের। আগামী সোমবার রোনালদো আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন জুভেন্টাসে। ওইদিনই তার মেডিকেল টেস্ট হওয়ার কথা। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের পরের দিনই বিশ্ব ফুটবল সাক্ষী থাকবে এক মহাতারকার দলবদল অনুষ্ঠানের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads