• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কেনের কাছে এই হার কষ্টের

ইংলিশ অধিনায়ক হ্যারি কেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

কেনের কাছে এই হার কষ্টের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ইংল্যান্ডের হার অনেক দিন কষ্ট দেবে হ্যারি কেনকে। বুধবার অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে ২-১ গোলে হারের পর হতাশা জানালেন ইংলিশ অধিনায়ক।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল করা কেন বলেছেন, ‘এই হার কঠিন, আমরা হতাশ। অনেক খেটেছি আমরা, ভক্তরা ছিল অসাধারণ। খুব কঠিন খেলা ছিল এটা, ফিফটি-ফিফটি। আমরা যখন ফিরে তাকাব, তখন দেখব বেশ কয়েকটি জায়গায় আরো ভালো কিছু করতে পারতাম।’

কেনের সুযোগ্য নেতৃত্বে ইংল্যান্ড এবার ১৯৬৬ সালের পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা লাভ করতে পারে বলে অনেকেরই ধারণা ছিল। কারণ, এবারের আসরের অন্যতম প্রধান চার দল সেমিফাইনালের আগেই বিদায় নেয়। জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের মতো দলগুলো বিদায় নেওয়ায় সেই ধারণা অনেকটাই গ্রহণযোগ্য ছিল। কিন্তু দুর্ভাগ্য কেনের, দুর্ভাগ্য ইংল্যান্ডের। বিশ্বকাপের শিরোপা জেতার জন্য তাদের অপেক্ষার সময় আরো বাড়ল।

৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমান ৩ গোল করে ফ্রান্সকে ফাইনালে তোলা গ্রিজম্যান ও এমবাপে। সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হয়তো পেয়েই যাবেন টটেনহ্যাম স্ট্রাইকার। কিন্তু সেমিফাইনালে হারের ব্যথা ভুলতে পারবেন কি! তিনি যোগ করেছেন, ‘আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেটেছি। এটা আমাদের কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট। অনেক দিন এই হার কষ্ট দেবে। আমাদের পথচলা ছিল চমৎকার, কল্পনার চেয়েও বেশি।’

ম্যাচে ভুল কী ছিল এখনই বলা কঠিন মনে করছেন কেন, ‘আমরা যখন ১-০ গোলে এগিয়ে গেলাম তখন ভালো সুযোগ তৈরি করেছিলাম। হয়তো অনেক যদি... কিন্তু আছে, কিন্তু এ খেলায় সেটা বেশ কম। এটা (কী ভুল হয়েছে) বলা কঠিন। আমরা আরো ভালো করতে পারতাম। ক্রোয়েশিয়া ভালো খেলেছে এবং আমাদের জন্য কঠিন করে তুলেছিল ম্যাচ। সমস্যা বের করা কঠিন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads