• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তৃতীয় হওয়ার লড়াইয়ে বেলজিয়াম-ইংল্যান্ড

তৃতীয় স্থন নির্ধারণী ম্যাচে আজ লড়াবে বেলজিয়াম-ইংল্যান্ড

সংরক্ষিত ছবি

ফুটবল

তৃতীয় হওয়ার লড়াইয়ে বেলজিয়াম-ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

প্রথমবারের মতো ফাইনালের দরজা থেকে আরো একবার ফিরে আসতে হলো বেলজিয়ামকে। ৫২ বছর আগে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডও শেষ চারের বাধা পার হতে পারেনি। দুটি দলই সেমিফাইনালে হেরে যায়। সেই দুঃখ ভুলে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইংল্যান্ড। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

১৯৮৬ সালে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে বেলজিয়াম। সেবার ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনার কাছে হেরে যায়। তৃতীয়ও হতে পারেনি। ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সেটিই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। এবার আরেকটু উন্নতি করার সুযোগ হ্যাজার্ডদের সামনে।

সবশেষ সেমিফাইনালে খেলে ইংল্যান্ড ১৯৯০ সালে। হারে জার্মানির কাছে। এই দলটিও সেবার তৃতীয় হতে পারেনি। ইতালির কাছে হেরে চতুর্থ হয় ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলটি। দীর্ঘদিন আর সেমিতে খেলার সুযোগ হয়নি। কোচ সাউথগেটের অধীনে এবার ফের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা।

এবারের বিশ্বকাপে অবশ্য ইংল্যান্ড ও বেলজিয়াম একবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংলিশদেরকে ১-০ গোলে হারায় রেড ডেভিলরা। অবশ্য প্রথম দুই ম্যাচের পরই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় উভয় দল সেরা একাদশ মাঠে নামায়নি। এই ম্যাচেও তাদের প্রথম পছন্দের তারকাদের নামানো নিয়ে সন্দেহ আছে। কারণ, উভয় কোচ দলের অন্য খেলোয়াড়দের বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারেন।

নিষিদ্ধ থাকার কারণে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বেলজিয়ামের থমাস মুনিয়ের মাঠে নামতে পারেননি। এবার তিনি একাদশে ফিরতে পারেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রি কিকে গোল করা ইংল্যান্ডের কিরেন ত্রিপিয়া শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তিনি চোট পাওয়ায় আলেকজান্ডার আর্নল্ড খেলার সুযোগ পেতে পারেন। বিশ্বকাপে ডিফেন্ডার গ্যারি কাহিলের এটিই হয়তো শেষ ম্যাচ। জ্যাক বাটল্যান্ড, ফ্যাবিয়ান ডেলফ ও রুবেন লোফটাস সুযোগ পেতে পারেন।

মোট ২২ বার বেলজিয়াম ও ইংল্যান্ড মুখোমুখি লড়াই করে। এর মধ্যে ১৫ বার জয় পায় ইংলিশরা। তবে গত ম্যাচে হেরে যায়। এবার সেটির প্রতিশোধ নেওয়ার সুযোগ থ্রি লায়নদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads