• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘অনুতাপে পুড়ছে ইংল্যান্ড’

ইংলিশ অধিনায়ক হ্যারি কেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

‘অনুতাপে পুড়ছে ইংল্যান্ড’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

ফুটবল খেলার জনক বলা হয় তাদের, কিন্তু তারাই বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পেরেছে মাত্র একবার। তাও সেটা ১৯৬৬ সালে স্বাগতিক হওয়ার সুবাদে। এরপর প্রতিবারই ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছে ইংলিশরা। কিন্তু প্রতিবারই ফিরেছে খালি হাতে। এবার ছিল সবচেয়ে সহজ সুযোগ। হ্যারি কেনের হাত ধরে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে চলে যায় ইংল্যান্ড। কিন্তু শেষ চারে ক্রোয়েশিয়ার কাছে হারের অনুতাপ আজীবন পোড়াবে ইংলিশদের- এমনটাই দাবি করেন ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ।

গত বুধবার লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েটরা। আর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় মারিও মানজুকিচের গোলে স্বপ্ন ভেঙে যায় ব্রিটিশদের। সেমিফাইনালের পর গত শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে চতুর্থ স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপের অভিযান শেষ করে গ্যারেথ সাউথগেটের দল। তবে বেলজিয়ামের কাছে হার নয়, বরং ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের হারটাই বেশি কষ্ট দিচ্ছে বলে জানান ডেলফ, ‘আমি হতাশ, ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের জন্য টুর্নামেন্টটি দারুণ কেটেছে। নিজেদের নিয়ে গর্বিত হয়ে আমরা ঘরে ফিরতে পারি। কিন্তু আমি মনে করি অবসর সময়ে নিজেদের ওপরই বেশি রাগ লাগে আমাদের।’

সুযোগ পেয়েও বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় দলটির ফুটবলাররা হতাশ বলে জানিয়েছেন ডেলফ, ‘আমি মনে করি আমাদের ফাইনালে পৌঁছানোর দারুণ সুযোগ ছিল এবং আমরা ব্যর্থ হলাম। সেখানে আমাদের একটা সত্যিকারের সুযোগ ছিল বলে আমি মনে করি। এটা ভেবে শুধু নিকট ভবিষ্যতে নয়, আজীবন আমরা নিজেদের ওপর রাগ করতে থাকব। সারাটা জীবন এই অনুপাত আমাদের সবাইকে পোড়াবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads