• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অ্যালিসনই ঘোচাবেন লিভারপুলের শিরোপা খরা

অ্যালিসন বেকার

ছবি : ইন্টারনেট

ফুটবল

অ্যালিসনই ঘোচাবেন লিভারপুলের শিরোপা খরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে ছুটি কাটানোর তেমন কোনো ফুরসত পাননি বললেই চলে। অ্যালিসন বেকারকে সাড়া দিতে হয়েছে জাতীয় দলের ডাকে। অনুশীলন আর প্রস্তুতি শেষে বিশ্বকাপ মিশনের জন্য পাড়ি জমাতে হয় রাশিয়ায়। তবে ফুটবল মহাযজ্ঞের শেষ আট থেকে ব্রাজিলের বিদায়ে খানিকটা বিশ্রামের সুযোগ পেয়ে যান। চিকিৎসক স্ত্রী নাটালিয়া লোয়ে ও ছোট্ট তনয়া হেলেনাকে নিয়ে সার্দিনিয়ার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন সেলেসাও শিবিরের গোলবারের এই অতন্দ্র প্রহরী। কিন্তু হাতে অখণ্ড অবসর থাকা সত্ত্বেও অ্যালিসনকে সার্দিনিয়া সফর সংক্ষিপ্ত করতে হয়েছে। কারণটা সবার জানা।

ব্রাজিলের হয়ে ফুটবলের বিশ্বমঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফুটবলপ্রেমীদের মন কেড়েছেন অ্যালিসন। শুধু কী ফুটবল অনুরাগী। ইংলিশ ক্লাব লিভারপুলেরও নজর কেড়ে নেন তিনি। সে সুবাদেই এএস রোমা ছেড়ে পাড়ি জমালেন মার্সেসাইড ক্লাবটিতে। ৬৭.৫ মিলিয়ন পাউন্ডের ফি-তে দলবদলের বাজারে রেকর্ড গড়ে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক বনে গেছেন তিনি। ক্লাব বদলের জন্য চুক্তি স্বাক্ষর আর মেডিকেলের আনুষ্ঠানিকতা তো সাড়তে হবে। তাই ইতালির ভূ-মধ্যসাগরীয় দ্বীপ সার্দিনিয়া থেকে তড়িঘড়ি করেই ইংল্যান্ডে পাড়ি জমাতে হলো ‘গোলরক্ষকদের মেসি’কে।

অ্যালিসনকে ক্লাবে টেনেই বড় স্বপ্ন দেখছে লিভারপুল। তার হাত ধরেই ঘরে আসবে শিরোপা। কাটবে শিরোপা না জেতার দীর্ঘদিনের আক্ষেপ। কারণ, ২০১১-১২ মৌসুমে লিগ কাপ জেতার পর দ্য রেডস শিবির এখনো পর্যন্ত কোনো শিরোপা জয়ের উৎসব করতে পারেনি। বিদায়ী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মিসরীয় ফুটবল রাজা মোহামেদ সালাহর দলকে। ট্রফির অভাবটা ঘোচানোর গুরুভার যার কাঁধে সেই অ্যালিসন কী করে পারেন প্রিয়তমাকে নিয়ে আয়েশ করে যেতে। দায়িত্ববোধ বলে একটা কথা আছে না! তাই তো নতুন ঠিকানায় ছুটে গেছেন স্বপ্নের ঝুড়ি নিয়ে।

চলতি গ্রীষ্মে দলের শক্তি আগেই বাড়িয়ে নিয়েছেন কোচ জুর্গেন ক্লপ। দলে ভিড়িয়েছেন নাবি কেইতা, ফাবিনহো ও জারদান শাকিরিকে। আর ফুটবল দুনিয়ার নতুন চমক তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ আর রাশিয়ায় বিশ্বকাপের মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের রবার্তো ফিরমিনো তো আগে থেকেই আছেন দলে। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। তাই জার্মান কোচিং গুরু ক্লপ বিনি সুতোয় বুনছেন ইংলিশ লিগ শিরোপা জয়ের স্বপ্নমালা। দলকে প্রস্তুত করছেন প্রিমিয়ার লিগ ট্রফি জয়ের চ্যালেঞ্জ মোকাবিলায়।

অ্যালিসন লিভারপুলের স্বপ্নপূরণ করতে পারবেন তো? ক্লপের আস্থার প্রতিদান দিতে পারবেন তো? এমন প্রশ্ন এখন যেকেউ করতেই পারেন। কিন্তু তা করা নিরর্থক। কারণটা বলে দিয়েছেন সাবেক রোমা কোচ রবার্তো নেগ্রিসোলো, ‘অ্যালিসন হলো একজন ফেনোমেনন। নাম্বার ওয়ানদের নাম্বার ওয়ান। গোলরক্ষকদের মেসি। কারণ মেসির মতো মানসিকতার অধিকারী সে। সে এমন একজন গোলরক্ষক যে কি না একটি যুগের সূচনা করতে পারে।’

নেগ্রিসোলা তো বলেছেন। রোমার হয়ে গত মৌসুমে সব মিলিয়ে ৪৯ ম্যাচ খেলে মাঠের পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অ্যালিসন। সব ধরনের প্রতিযোগিতায় তিনি সেভ করেছেন ১৫৫টি। ইউরোপের পাঁচ সেরা লিগে ভেরোনার গোলরক্ষক নিকোলাসই কেবল তার চেয়ে এগিয়ে। পুরো ইউরোপে ৭৯.২৬ শতাংশ সেভ করে তৃতীয় সেরা হয়েছেন এই ব্রাজিল সুপারস্টার।

 

ফি-তে গোলরক্ষকদের বিশ্বরেকর্ড

অ্যালিসন ৬৭.৫ মিলিয়ন পাউন্ড

(রোমা থেকে লিভারপুল, ২০১৮)

অ্যান্ডারসন ৩৫ মিলিয়ন পাউন্ড

(বেনফিকা থেকে ম্যানসিটি, ২০১৭)

জিয়ানলুইগি বুফন ৩৩ মিলিয়ন পাউন্ড

(পারমা থেকে জুভেন্টাস, ২০০১)

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads