• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পিএসজিতেই নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

পিএসজিতেই নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৮

অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নেইমারকে জড়িয়ে নানা গুঞ্জন উড়ে বেড়াচ্ছে আকাশে। ক্রিশ্চিয়ানো রোনালদো সান্টিয়াগো বার্নাব্যু শিবির ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোয় পুরনো গুঞ্জনটা মাথাচাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছে, পর্তুগিজ মহাতারকার ফেলে যাওয়া শূন্য জায়গা পূরণের জন্য ব্রাজিলিয়ান সুপারস্টারকে চাচ্ছে টানা তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন ফরোয়ার্ড নেইমার। স্রেফ জানিয়ে দিয়েছেন, ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের দেওয়া প্রতিশ্রুতি রাখবেন তিনি।

২০১৭-১৮ মৌসুম শেষ হতেই সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের ভবিষ্যৎ আধিপত্য বিস্তার করে গণমাধ্যমের শিরোনামে। রাশিয়া বিশ্বকাপ আসর শেষে স্পেনের মাটিতে তার ফেরার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়ে ওঠে। কিন্তু সে যাই হোক, সেলেসাও শিবিরের প্রাণভোমরা নেইমার সাফ জানিয়েছেন, ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই তার, ‘আমি থেকে যাব। পিএসজির সঙ্গে আমি চুক্তিবদ্ধ। নতুন চ্যালেঞ্জ, নতুন জিনিস ও আকাশচুম্বী লক্ষ্য নিয়ে আমি সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফুটবলে অনেক কিছুই হতে পারে। অনেক পরিবর্তন আসতে পারে। গণমাধ্যমেও অনেক খবর আসতে পারে। কিন্তু সিদ্ধান্ত থেকে এক পা-ও পিছু হটবেন না ২৬ বছরের নেইমার। পিএসজির প্রতি অগাধ ভালোবাসা নিয়ে জানালেন সেই দৃঢ় প্রত্যয়ের কথা, ‘এ নিয়ে আমি মন পরিবর্তন করব না। আমার প্রত্যাশা, সফল একটি মৌসুম আমাদেরও হতে পারে। আসতে পারে নতুন ট্রফি। গণমাধ্যম গুঞ্জন সৃষ্টি তৈরিকে উপভোগ করে। কিন্তু প্রত্যেকে জানে আমার কাছে পিএসজির গুরুত্ব কতটুকু।’

রাশিয়া বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের তকমা পেয়েছেন কিলিয়ান এমবাপে। ২০ বছর পর জন্মভূমি ফ্রান্সকে উপহার দিয়েছেন বিশ্বকাপের দ্বিতীয় সোনার ট্রফি। ক্লাব সতীর্থের এ অসাধারণ অর্জনে খুশি তারকা স্ট্রাইকার নেইমারও। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে এমবাপের পারফরম্যান্সে মুগ্ধও তিনি, ‘এমবাপে একজন ফেনোমেনন। একজন গ্রেট ফুটবলার। তার সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয় আমার। ভালো করেই জানি সে কতটা গুণের অধিকারী। বিশ্বকাপ আসরে ভালো খেলেছে। সঙ্গে জিতে নিয়েছে বিশ্ব শিরোপা। তাই তার জন্য আমি খুবই খুশি।’

ফুটবল মহাযজ্ঞে দ্যুতি ছড়িয়ে ফরাসি এই প্লেমেকারও নাকি নজর কেড়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু পিএসজির নতুন কোচ টমাস টাসেলের অধীনে ১৯ বছরের তরুণ তুর্কির সঙ্গে পুনরায় মিলিত হতে চান নেইমার। এমবাপেকে দেখতে চান পার্ক দেস প্রিন্সেসেই, ‘আমার দৃঢ় বিশ্বাস, আগামী কয়েক বছরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হওয়ার জন্য লড়াই করতে পারবে সে। ক্লাবে তার সঙ্গে ফের দেখা হলে ভালোই লাগবে। প্রতিদিনই আমরা কথা বলছি। এমনকি বিশ্বকাপে চলাকালেও।’

সিরি-এ চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে পিএসজিতে যোগ দিয়েছেন জিয়ানলুইগি বুফন। কিংবদন্তি এ ইতালিয়ান গোলরক্ষককে ক্লাব সতীর্থ হিসেবে পেয়ে যারপরনাই উদ্দীপ্ত নেইমার, ‘বুফনের মতো একজন গ্রেট গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সত্যিই সম্মানের। আমাদেরকে দেওয়ার অনেক কিছুই আছে তার মধ্যে। রয়েছে তার অভিজ্ঞতার বিশাল এক ঝুড়ি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads