• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জার্মানিকে বিদায় জানালেন ওজিল

জার্মানির ফুটবল তারকা মেসুত ওজিল

ছবি : ইন্টারনেট

ফুটবল

জার্মানিকে বিদায় জানালেন ওজিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

জার্মানির ফুটবল তারকা মেসুত ওজিল মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দলকে বিদায় বলে দিলেন। রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ছবি তুলে বিতর্কিত হওয়ার ঘটনা এর পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ওজিলকে আগেভাগেই জাতীয় দলের জার্সি তুলে রাখতে হলো।

২০০৯ সালে জার্মানির হয়ে খেলা শুরুর পর ৯৩ ম্যাচে ২৩ গোল করেছেন এই তারকা মিডফিল্ডার। মে মাসে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকেই জার্মানিতে মুণ্ডুপাত চলছিল ওজিলের। তুরস্ক জার্মানির রাজনৈতিক দ্বন্দ্বে সেটা যোগ করেছিল নতুন মাত্রা। রাজনৈতিক উদ্দেশ্য সফল করতেই ওজিল ও ইলকে গুন্ডোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হাউজে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এবারের বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও ঘরের সমর্থকরা ওই দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে গেছেন। আর বিশ্বকাপ ব্যর্থতার অনেকটুকু দায় পড়েছে ওজিলের ঘাড়ে। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গ্যালারির সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েছিলেন ওজিল। কিন্তু এতদিনেও তার কাছ থেকে এই ঘটনা সংক্রান্ত কোনো বিবৃতি আসেনি। বিদায় বলার সময়ই মন খুলে কথা বলেছেন আর্সেনাল মিডফিল্ডার।

ওজিল বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাতে চাই যে, গত কিছুদিনের ঘটনার কারণে আমি আর জার্মানির জার্সি গায়ে না চড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে আমি বর্ণবাদী আচরণের শিকার হয়েছি, আমাকে অসম্মান করা হয়েছে। আমি অনেক গর্ব নিয়ে জার্মানির জার্সি গায়ে চড়াতাম, কিন্তু এখন আর সে রকম মনে হচ্ছে না।’

জার্মানিতে জন্ম হলেও ওজিলের বাবা-মা তুরস্কের। সেই সূত্রেই ওজিলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এরদোগানের সঙ্গে দেখা করতে। জার্মানির হয়ে খেলার আগে তুরস্কের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন ওজিল। কিন্তু জার্মানিকে বেছে নিতে চান বলে তুরস্ককে না করে দিয়েছিলেন ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে জার্মানির হয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ জেতেন তিনি। পরের বছর খেলতে যান বিশ্বকাপ। সেখানেই তারকাখ্যাতি জোটে, ২০১৪ বিশ্বকাপে জার্মানির সোনালি প্রজন্মের অংশও ছিলেন ওজিল। ২০১০ থেকে সবগুলো প্রতিযোগিতামূলক ম্যাচে শুরু থেকেই দলে থাকলেও সুইডেনের বিপক্ষে এবারই প্রথম বাদ পড়েছিলেন দল থেকে। বিশ্বকাপে ওই একটা ম্যাচেই জিতেছিল জার্মানি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads