• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘মেসিকে দিলে তবেই ক্ষমা’

বার্সার সভাপতির সঙ্গে নিজের জার্সি হাতে ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম

ছবি : ইন্টারনেট

ফুটবল

‘মেসিকে দিলে তবেই ক্ষমা’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

ম্যালকমকে ঘিরে বার্সেলোনা-রোমার নাটক চলছেই। পুরোপুরি তৈরি করা খাবার ছিনিয়ে নেওয়ায় বার্সার পিছু কিছুতেই ছাড়ছে না রোমা। ব্রাজিলিয়ান উইঙ্গারের ব্যাপারে ফরাসি ক্লাব বোর্দোর সঙ্গে রোমার কোনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও মৌখিক কথাবার্তা হয়েছিল। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যালকমের রোমের বিমানও ধরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বার্সেলোনায় যোগ দেন ম্যালকম। রোমার প্রায় কিনে ফেলা ফুটবলারকে নিজেদের দলে ভেড়ানোর জন্য ইতালিয়ান ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছেন বার্সা সভাপতি। কিন্তু রোমার সভাপতি জেমন প্যালোত্তা এতে মোটেও সন্তুষ্ট নন। তার দাবি আরো বড়। বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে দিলেই ক্ষমা পাবে বার্সা, এমনটাই দাবি করেছেন ইতালিয়ান ক্লাবটির সভাপতি।

ইতালিয়ান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে প্যালোত্তা বলেন, ‘বার্সেলোনা আমাদের কাছে ক্ষমা চেয়েছে বটে, কিন্তু আমরা তাদের এত সহজে ক্ষমা করব না। তাদের ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তারা মেসিকে আমাদের কাছে বিক্রি করতে রাজি হয়।’

এতেও ক্ষান্ত হবে না রোমা। বার্সার বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্যালোত্তা, ‘বার্সা অনেকটা অনৈতিকভাবে এখানে প্রবেশ করেছে। মঞ্চির (রোমার ক্রীড়া পরিচালক) সঙ্গে ম্যালকমের এজেন্ট ও বোর্দোর সভাপতির কথাও হয়েছিল। মৌখিক চুক্তিও হয়েছিল। আমরা বুঝতে পেরেছি আমাদের কী করা উচিত এবং বোর্দো আশা করি সন্তুষ্ট।’

মৌসুমের শুরুর দলবদলের গোলরক্ষক অ্যালিসন ও মাঝমাঠের তারকা রাদজা নাইনগোলানকে হারিয়ে বেশ বিপাকে পড়েছে রোমা। ম্যালকমকে এনে দলে একটু উন্নতির চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সেটা হতে দিল না বার্সেলেনা।

দুই ক্লাবের ঝামেলাতে বেশ মজায় আছেন গল্পের আসল চরিত্র ম্যালকম। নতুন ক্লাবে যোগ দিয়ে এই ব্রাজিলিয়ান বলেন, সব সময়ই তিনি বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন। ফরাসি ক্লাব বোর্দো থেকে ৪০ মিলিয়ন ইউরোতে ম্যালকমকে কিনে নেয় বার্সা। নতুন ক্লাবে নাম লেখানো নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় বার্সেলোনায় খেলতে চেয়েছি। এটা বার্সেলোনাতে খেলার জন্য আমার সুযোগ ছিল এবং আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলব এখানে। আমি এমন একটি দলের একজন হতে পেরে বেশ খুশি।’

বার্সেলোনা ও রোমার মধ্যে কাড়াকাড়িতে ধকলটা নিশ্চিতভাবে সবচেয়ে বেশি যাচ্ছে ম্যালকমের ওপর দিয়ে। সেই কথাটাই মনে করিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার, ‘বার্সেলোনায় আসাটা অনেক কঠিন ছিল। কিন্তু আমি দারুণ কিছু করতে যাচ্ছি। হূদয় থেকে বলছি, এই মুহূর্তে আমি খুবই সুখী। আমি যেনো স্বপ্ন দেখছি, যা আমি শিশুকাল থেকে দেখে আসছি।’

লিগ ওয়ানে গত মৌসুমে ১২টি গোল করেন ম্যালকম। বার্সার ক্রীড়া পরিচালক এরিক আবিদাল বলছেন, ‘আমরা দেখেছি তার মধ্যে বার্সেলোনা প্রোফাইল ছিল। সে বাঁ-পায়ের খেলোয়াড় যে কি না উভয় উইংয়ে খেলতে পারে, এমনকি সে আক্রমণাত্মক মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তার সামনে দারুণ এক ভবিষ্যৎ পড়ে আছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads