• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শিয়েভোর মাঠেই রোনালদোর অভিষেক

বিয়ানকোনেরি শিবিরের জার্সি গায়ে রোনালদোর মাঠে নামার সময়ও কাছে চলে এসেছে

ছবি : ইন্টারনেট

ফুটবল

শিয়েভোর মাঠেই রোনালদোর অভিষেক

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো যাওয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইতালির ফুটবল। দেশটির ফুটবলপ্রেমীদের আনন্দের যেন কোনো সীমা-পরিসীমা নেই। বিশেষ করে জুভেন্টাস ভক্ত-সমর্থক গোষ্ঠী তো খুশিতে পাগল হওয়ার জোগাড়। কিন্তু সিআর সেভেনের খেলা দেখার জন্য তাদের যেনো কিছুতেই তর সইছে না। জুভ অনুরাগীদের মনে ঘুরেফিরে এখন একটা প্রশ্নই আসছে। প্রিয় মহাতারকার ফুটবল নৈপুণ্য মাঠের লড়াইয়ে কবে দেখা মিলবে? তাদের অপেক্ষার প্রহর শেষ হলো বলে। আগামী ১৮ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে ইতালিয়ান লিগ সিরি-এ’র ২০১৮-১৯ মৌসুমের। তাই বিয়ানকোনেরি শিবিরের জার্সি গায়ে রোনালদোর মাঠে নামার সময়ও কাছে চলে এসেছে। প্রথম সপ্তাহেই শিয়েভো ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে জুভেন্টাস। এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে পর্তুগিজ সুপারস্টারের।

তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর অভিষেক ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ১৮ বা ১৯ আগস্টের কোনো একদিন শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে জুভেন্টাসের হয়ে রেকর্ড টানা অষ্টম লিগ শিরোপা জয়ের মিশন শুরু করবেন তিনি। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ১০০ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমানোর পর এটাই হবে রোনালদোর প্রথম প্রাতিযোগিতামূলক ম্যাচ।

শুধু ঘরোয়া ফুটবলেই নয়। রোনালদোর কাঁধে ভর করে ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তার করতে চাইবে জুভ শিবির। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফরোয়ার্ড নিজেও চাইবেন তেমনটা। সন্দেহ নেই সেজন্য শুরু থেকেই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও নতুন সতীর্থদের মন কাড়তে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না রোনালদো।

প্রত্যাশায় প্রহর গুনছেন জুভ ভক্তরা। শিয়েভোর ঘরের মাঠ স্তাদিও মার্ক আন্তোনিও বেনতেগোদিতে ৪০ হাজার দর্শকের সামনে আলো ছড়াবেন তারকা প্লেমেকার রোনালদো। তবে জুভেন্টাসের নিজস্ব মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে রোনালদো প্রথমবারের মতো ভক্তদের অভিনন্দনের জবাব দেবেন লাৎসিওর বিপক্ষে।

অনেকেই ধারণা করেছিলেন, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাসের হয়ে মাঠে নামবেন রোনালদো। কিন্তু তার অবকাশ যাপনের সময়সূচি বেড়ে যাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। তবে রোনালদোর সামনে সাদা-কালো জার্সি গায়ে জড়ানোর সুবর্ণ সুযোগ আছে আরো একটি। ১২ আগস্ট ভিলার পেরোসায় নিজেদের যুব দলের বিপক্ষে প্রথাগত প্রীতি ম্যাচ খেলবে জুভরা।

রোনালদো এখনো অনুশীলনে ফেরেননি। প্রেমিকা জর্জিনা রদ্রিগুয়েজকে নিয়ে আছেন ছুটির আমেজে। প্রিয় সঙ্গিনীর সঙ্গে তোলা একটি ছবি গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন ৩৩ বছরের এ মেগাস্টার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads