• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইনিয়েস্তার জন্য বদলে গেল নিয়ম

তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা

ছবি : ইন্টারনেট

ফুটবল

ইনিয়েস্তার জন্য বদলে গেল নিয়ম

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৮

বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। যিনি ন্যু ক্যাম্পকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন জাপানের জে ওয়ান লিগে। তার নতুন ক্লাবের নাম ভিসেল কোবেতে। নতুন ক্লাবে নিজের আইকনিক ৮ নম্বর জার্সি পরেই মিশন শুরু করেছেন ইনিয়েস্তা। আর তাতেই বদলে গেছে জে ওয়ান লিগের নিয়মকানুন।

জাপানিজ লিগের নিয়ম হলো, যদি কোনো খেলোয়াড় একটি জার্সি নম্বর নিয়ে লিগ খেলা শুরু করেন তবে লিগের মাঝে জার্সি নম্বর পরিবর্তন করতে পারবেন না। বদলাতে চাইলে মৌসুম শেষের অপেক্ষা করতে হবে।

ভিসেল কোবেতে ৮ নম্বর জার্সিটা আগে পরতেন হিরোতাকা মিতার। ইনিয়েস্তার ব্যক্তিগত ইচ্ছে ছিল এই জার্সি পরে খেলবেন। ফলে লিগের কর্মকর্তারাও নিয়ম পরিবর্তন করতে দেরি করেননি। দেশের লিগে এত বড় খেলোয়াড়ের আগমন বলে কথা। সব কঠিন নিয়ম শিথিল হয়ে গেছে। ইনিয়েস্তার কারণে এই সুযোগটা লুফে নিয়েছেন স্পেনের ফার্নান্দো তোরেস। আটলেটিকো মাদ্রিদ থেকে সাগান তোসুতে যোগ দেওয়া তোরেস খেলবেন প্রিয় ৯ নম্বর জার্সি পরে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads