• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জরিমানাসহ আয়কর দিচ্ছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবি : ইন্টারনেট

ফুটবল

জরিমানাসহ আয়কর দিচ্ছেন রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

স্পেনে ঠিকভাবে আয়কর না দেওয়ার দায়ে দুই বছরের জেল এড়ানোর জন্য ১৯ মিলিয়ন ইউরো দিচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের আয়কর বিভাগও এতে আপত্তি জানায়নি। ফলে রিয়াল মাদ্রিদের সাবেক তারকার আর কোনো সমস্যা থাকছে না।

অবশ্য রোনালদোকে এমনিতেই জেলে যেতে হতো না। কারণ, স্পেনের আইন অনুযায়ী প্রথমবার ট্যাক্স ফাঁকি সংক্রান্ত কোনো অপরাধ করলে কাউকে যদি দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে তাকে জেলে যেতে হয় না।

দীর্ঘ নয় বছর স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো সদ্যই ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন। রিয়ালে খেলার সময় আয় গোপন করার অভিযোগ ওঠে পর্তুগালের এই তারকার বিরুদ্ধে। গত বছরের জুলাইয়ে তাকে মাদ্রিদের আদালতে হাজিরা দিতে হয়। আয় গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড হয়।

তবে পুরো বিষয়টি নিয়ে কোনো টুঁ শব্দ করেননি জুভেন্টাস তারকা। বরং বান্ধবী জর্জিনা রড্রিগেজকে নিয়ে বেশ ছুটির মুডেই আছেন রোনালদো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads