• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঘুরে দাঁড়াবেন নেইমার

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ থোমাস টুখেল

ছবি : ইন্টারনেট

ফুটবল

ঘুরে দাঁড়াবেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন রাশিয়ায়। যদিও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ব্রাজিল ও নেইমারকে। ফুটবল বিশ্বকাপের হতাশা কাটিয়ে ব্রাজিলিয়ান তারকা ঠিকই ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ থোমাস টুখেলের। কারণ তার চোখে নেইমার ‘চ্যাম্পিয়ন’।

সামনের মৌসুম দিয়েই পিএসজির অধ্যায় শুরু করছেন জার্মান কোচ। উনাই এমেরি চাকরি ছেড়ে দেওয়ার পর ফরাসি ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টুখেল। মাঠের পারফরম্যান্সের আগে তারকাসমৃদ্ধ স্কোয়াড সামলাতে হবে তাকে। যেখানে সবার আগে আসবে নেইমারের নাম। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড চরম হতাশার এক বিশ্বকাপ কাটিয়েছেন রাশিয়ায়। ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার যন্ত্রণা তো আছেই, সেই সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তিনি প্রতিনিয়ত।

সব কিছু মিলিয়ে নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নেইমারের সামনে। বিশ্বকাপ শেষে এখনো ব্রাজিলেই থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন টুখেল। তার বিশ্বাস, ঠিকই ঘুরে দাঁড়াবেন ২৬ বছর বয়সী তারকা, ‘সে (নেইমার) বড় খেলোয়াড়। খুব ভালো করেই জানে কীভাবে জয় সামলাতে হয়, আর এটাও জানে কীভাবে হারকে মোকাবেলা করতে হয়। ও হলো চ্যাম্পিয়ন এবং আমরা ওর ঘুরে দাঁড়াতে সব ধরনের সাহায্য করব।’

নেইমারের সঙ্গে দলে রয়েছেন কিলিয়ান এমবাপে, এডিনসন কাভানি, আনহেল দি মারিয়া, থিয়াগো সিলভা, দানি আলভেজের মতো বড় বড় খেলোয়াড়। এত তারকা খেলোয়াড়কে সামলানোটাও যেকোনো কোচের জন্য চ্যালেঞ্জের। যদিও টুখেল নির্ভার, তার যুক্তি, ‘আমার অভিজ্ঞতা থেকে বলছি, বড় খেলোয়াড়রা সবচেয়ে সহজ স্বভাবের হয়, কারণ তারা প্রতিদ্বন্দ্বিতা করে জিততে চায়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads