• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চ্যাম্পিয়ন নেইমারের পিএসজি

ছবি : ইন্টারনেট

ফুটবল

চ্যাম্পিয়ন নেইমারের পিএসজি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

রাশিয়া বিশ্বকাপ মিশন শেষে গিয়েছিলেন ছুটিতে। আয়েশি অবসর ভেঙে অবশেষে মাঠের লড়াইয়ে ফিরলেন নেইমার দ্য সিলভা। মাঠে ফিরেই নতুন ফুটবল গুরু টমাস টাসেলকে উপহার দিলেন ফ্রেঞ্চ সুপার কাপ। ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি জিতে অভিষেক মৌসুমটা রাঙিয়ে রাখলেন এ জার্মান ফুটবল কোচ। অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলের সুবাদে মোনাকোকে ৪-০ গোলে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জিতে নিয়েছে ট্রফি দেস চ্যাম্পিয়নস।

ব্রাজিলিয়ান এই সুপারস্টার মাঠে নামেন অবশ্য বদলি হিসেবে। চীনের শেনঝেন ইউনিভারসিয়াড স্টেডিয়ামে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে নামেন বার্সেলোনার সাবেক এই তারকা ফরোয়ার্ড। মার্কো ভেরাত্তির বদলে নেইমারের মাঠে নামার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় প্যারিসের এই জায়ান্ট ক্লাব। ডি মারিয়ার জোড়া গোলের সঙ্গে ক্রিস্টোফার এনকুনকু ও টিমোথি উইয়াহ জালে বল জড়ালে লিগ ওয়ানের রানারআপ মোনাকোর বিপক্ষে গত মৌসুমের ট্রেবল জয়ীদের জন্য জয়টা সহজ হয়ে যায়।

চলতি সপ্তাহেই অনুশীলনে যোগ দেন নেইমার। তাই শুরুর একাদশে নেইমারের নাম লিখে টাসেল তাড়াহুড়ো করতে চাননি। অন্যদিকে কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানিও দলের সঙ্গে চীন সফর করছেন না। তবে জুভেন্টাস থেকে সদ্য নাম লেখানো নতুন গোলরক্ষক জিয়ানলুইগি বুফন অবশ্য শুরু থেকেই গোলপোস্ট সামলেছেন।

ফরাসি লিগ রানারআপ মোনাকোর বিপক্ষে ফরাসি লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জয়ী পিএসজির হয়ে ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময়ই উজ্জ্বল ছিলেন ডি মারিয়া। বিরতির ১২ মিনিট আগে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা প্লেমেকার। আদ্রিয়ান র্যাবিয়ত ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় পিএসজি। সুযোগটা কাজে লাগিয়ে বাঁকানো শটে মানবপ্রাচীর টপকে মোনাকো গোলরক্ষক দিয়েগো বেনাগলিওর চোখ ফাঁকি দিয়ে জালে বল জড়ান ডি মারিয়া। সাত মিনিট বাদে খুব কাছ থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এনকুনকু। এ দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আট গজ দূর থেকে বেনাগলিওর দুই পায়ের মধ্য দিয়ে গোল করেন টিমোথি উইয়াহ। ৭৬ মিনিটে ভেরাত্তির বদলি হিসেবে মাঠে নেমে দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান নেইমার। পরে ইনজুরি টাইমে মোনাকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডি মারিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads