• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কমিউনিটি শিল্ড ম্যানসিটির

চেলসিকে হারিয়ে পঞ্চম কমিউনিটি শিল্ড ঘরে তুলেছে সিটিজেনরা

ছবি : ইন্টারনেট

ফুটবল

কমিউনিটি শিল্ড ম্যানসিটির

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

এর আগে ২০১২ সালে সবশেষ কমিউনিটি শিল্ড জিতেছিল ম্যানচেস্টার সিটি, ভিয়া পার্কে চেলসিকে হারিয়ে। ৬ বছর পর আবারো মুখোমুখি দুই দল। এবারো চেলসিকে হারিয়ে পঞ্চম কমিউনিটি শিল্ড ঘরে তুলেছে সিটিজেনরা। ওয়েম্বলি স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে ব্লুজদের হারায় পেপ গার্দিওলার দল।

আগের চারবারই কমিউনিটি শিল্ড জিতেছিল এফএ কাপ চ্যাম্পিয়নরা। ২০১৩ সালে ম্যানইউর পর এবারই প্রথমবার এই টুর্নামেন্ট জিতল লিগ চ্যাম্পিয়নরা।

মাত্র ১৩ মিনিটে আগুয়েরো এগিয়ে দেন ম্যানসিটিকে। ফডেনের পাস থেকে প্রথমে বল নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয় শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানসিটির জার্সিতে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আগুয়েরো। প্রথমার্ধে কোনো দল আর প্রতিপক্ষের বক্সে হুমকি হয়ে দাঁড়ায়নি। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। ৫৮ মিনিটে বেনার্ডো সিলভার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো।

এতে ১৯৭০ সালের মার্চের পর প্রথমবার ওয়েম্বলিতে টানা তৃতীয় ম্যাচ জিতল সিটিজেনরা। গত মৌসুমের এপ্রিলে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে হারানোর আগে ফেব্রুয়ারিতে লিগ কাপ ফাইনালে ৩-০ গোলে আর্সেনালকে হারায় তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads