• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৪ গোল

বাংলাদেশে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল

সংরক্ষিত ছবি

ফুটবল

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৪ গোল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজরা। ফরোয়ার্ড শামসুন্নাহারের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে দারুণ এ জয় পায় বাংলাদেশ। এছাড়া দুটি করে গোল করে তহুরা খাতুন, সাজেদা খাতুন ও আনাই মোগিনি। এ জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ফেভারিট বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কিশোরীরা ১২-০ গোলে শ্রীলঙ্কার কিশোরীদের হারিয়েছে।

‘বি’ গ্রুপে থাকা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৬-০ গোলের লিড নেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আসে হাফ ডজন গোল। এমন জয়ে দারুণ খুশি কোচ ছোটন, ‘আজ (গতকাল) মেয়েরা নিজেদের প্ল্যান পুরোপুরি প্রয়োগ করতে পেরেছে মাঠে। ওরা উজ্জীবিত ছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেয়েরা। আশা করি পরের ম্যাচেও এ ধারা অব্যাহত থাকবে।’

পাহাড়ের দেশটির রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে পাকিস্তানকে ম্যাচের শুরু থেকেই চাপে ফেলে দেয় মারিয়া-আঁখিরা। পুরো ম্যাচে একবারের জন্যও বাংলাদেশের সীমানায় বল নিয়ে আসতে পারেনি পাকিস্তানিরা। বাংলাদেশের হয়ে গোলের সূচনা করে তহুরা খাতুন। ম্যাচের ৫ মিনিটেই গোল করে সে। এরপর আরো একটি গোল আসে এ ফরোয়ার্ডের পা থেকে। এরপর শুরু শামসুন্নাহার ম্যাজিক। এ ফরোয়ার্ড গুনে গুনে পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠায়। এছাড়া দুটি করে গোল করে সাজেদা খাতুন (৪৮ ও ৫৮ মিনিট) ও আনাই মোগিনি (৬০ ও ৮৮ মিনিট)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads