• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
জাকার্তা গেল ফুটবল দল

জাকার্তা বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা

ছবি : ইন্টারনেট

ফুটবল

জাকার্তা গেল ফুটবল দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১২ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসে অংশ নিতে সবার আগে ইন্দোনেশিয়া গেল বাংলাদেশ ফুটবল দল। গতকাল দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে সরাসরি তারা জাকার্তায় চলে যায়। মূলত এশিয়ান গেমসের পর্দা উঠবে ১৮ আগস্ট। কিন্তু তার আগেই শুরু হয়ে যাবে ফুটবলের লড়াই। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে এশিয়াডের ফুটবল ইভেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষ উজবেকিস্তান। গত ইনচন এশিয়ান গেমসেও বাংলাদেশের গ্রুপে ছিল উজবেকিস্তান। ওই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৬ ও ১৯ আগস্ট। এ দুই ম্যাচে জেমি ডে’র শিষ্যরা লড়বে যথাক্রমে থাইল্যান্ড ও কাতারের বিরুদ্ধে।

এশিয়ান গেমস, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে গত তিন মাস থেকেই ক্যাম্প করছে আশরাফুল-শাহেদরা। প্রথমে বিকেএসপিতে ও পরে কাতার এবং দক্ষিণ কোরিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ দল। নতুন কোচ জেমি ডে’র চাহিদানুযায়ীই বিদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ ও কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছিল বাফুফে। যদিও এশিয়ান গেমসে কোনো প্রত্যাশা নেই লাল-সবুজ শিবিরের। অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করাই লক্ষ্য তাদের। বাংলাদেশের মূল লক্ষ্য ঘরের মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া সাফ ও অক্টোবরে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এশিয়াডে এ পর্যন্ত ২৩ ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজরা। সবশেষ জয়টি এসেছে গত ইনচন এশিয়ান গেমসে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে।

এশিয়াডে অংশ নেওয়ার আগে গত ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল টিম বাংলাদেশ। সেখানে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় জেমি ডে’র শিষ্যরা। প্রথম ম্যাচে গুয়াংজু এফসির কাছে ২-০ গোলে হারলেও পরের দুই ম্যাচেই জয় পায় জামাল ভূঁইয়ার দল। এশিয়াডের আগে এ দুটি জয় দলের জন্য ‘টনিক’ হিসেবে কাজ করবে। দলের ফিটনেস নিয়েও এখন বেশ সন্তুষ্ট কোচ জেমি। দক্ষিণ কোরিয়ায় দলের পারফরম্যান্স দেখে ২৭ ফুটবলার থেকে ২০ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ। দল থেকে বাদ পড়া বাকি সাত ফুটবলারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে না। তারাও যাচ্ছেন ইন্দোনেশিয়ায়। দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দিতেই কোচ জেমি ডে তাদের নিয়ে জাকার্তায় যাচ্ছেন।

উল্লেখ্য, এশিয়ান গেমস ফুটবলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads