• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
লক্ষ্য গ্রুপসেরা

নেপাল ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ নারী দল

ছবি : ইন্টারনেট

ফুটবল

লক্ষ্য গ্রুপসেরা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ১৪-০ গোলের বড় জয় দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশের কিশোরীদের সামনে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ। প্রতিপক্ষ নেপাল। দু’দলই সেমিফাইনালে উঠে গেছে। আজ নেপালের সঙ্গে জয় নয়, ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দুই দলের এ দ্বৈরথ।

গোল গড়ে নেপালের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। গ্রুপসেরা হওয়ার সমীকরণ সহজ হলেও বাংলাদেশের কিশোরীদের লক্ষ্য এক পয়েন্ট নয়, পুরো তিন পয়েন্টই। এদিকে ‘এ’ গ্রুপ থেকে শক্তিশালী ভারত ও স্বাগতিক ভুটানও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বাদ পড়েছে শ্রীলঙ্কা। ভারত ১২-০ গোলে এবং ভুটান ৬-০ গোলে লঙ্কানদের পরাজিত করে।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতেই শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলে। নেপাল সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ গোলের জয় দিয়ে। নেপালের এই জয়ে বাংলাদেশের সেমিফাইনাল কাগজে-কলমে নিশ্চিত হয়। ফলে আজকের ম্যাচটি মর্যাদা ও গ্রুপসেরা হওয়ার ম্যাচে পরিণত হয়েছে। আগামী ১৬ আগস্ট সেমিফাইনালে তহুরা-শামসুন্নাহাররা মুখোমুখি হবে ভারত অথবা ভুটানের।

চলতি এ আসরে ফেভারিট হিসেবেই যাত্রা করে লাল-সবুজরা। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের শক্তির জানান দেয় প্রথম ম্যাচেই। পাকিস্তানকে সাড়ে তিন হালি গোলে বিধ্বস্ত করেছিল বাংলার কিশোরীরা। ম্যাচে শামসুন্নাহার একাই পাঁচ গোল করে। পুরো ম্যাচে ছিল ছোটনের শিষ্যদের আধিপত্য। শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের কিশোরীদের কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। নেপালের বিরুদ্ধে এর আগেও একই টুর্নামেন্টের প্রথম আসরে মুখোমুখি হয়েছিল আঁখি-তহুরারা। সেবার জয় পেয়েছিল ৬-০ গোলের। ঘরের মাটিতে পাওয়া ওই জয় আজকের ম্যাচে ‘টনিক’ হিসেবে কাজ করবে ছোটনের শিষ্যদের। গ্রুপসেরা হওয়ার এ লড়াইকে সামনে রেখে গতকাল সকালে ম্যাচ ভেন্যু চাংলিমিথান স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে বাংলাদেশের কিশোরীরা। প্রায় দেড় ঘণ্টার এ অনুশীলনে রানিং ও পাসিংয়ের ওপর কসরত করানো হয়।

এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করলেও নেপালের বিরুদ্ধে নির্ভার নয়, বরং নিজেদের সেরাটাই খেলতে চায় বাংলাদেশ। নেপালের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা অতীতেও এই দলটির বিরুদ্ধে জয় পেয়েছিলাম। তবে এখন আমরা সে হিসাব মাথায় আনছি না। কারণ গত আট মাসে নেপাল ফুটবল দল অনেক উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি। আমরা ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছি না। নেপালকে পরাস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই।’ দলের কোনো ইনজুরি সমস্যা নেই জানিয়ে কোচ বলেন, ‘দলের সবাই সুস্থ আছে। সকালেও অনুশীলন করেছি আমরা। ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতার কারণে ভুটানে মেয়েদের দমের সমস্যা হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা নেই। আমাদের লক্ষ্য এখন জয় তুলে নেওয়া। গ্রুপ চ্যাম্পিয়ন না গ্রুপ রানার্সআপ, সেটা নিয়ে ভাবছি না। এখানে এসেছি জয়ের পরিকল্পনা নিয়ে। সেভাবেই খেলব। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি আমরা।’

এদিকে অপর ম্যাচে কাগজে-কলমে শক্তির বিচারে ভারত এগিয়ে আছে স্বাগতিক ভুটানের চেয়ে। স্বাগতিকদের বিরুদ্ধে আজ ড্র করলেই গোল ব্যবধানে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads