• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দল

সংরক্ষিত ছবি

ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

পাকিস্তানকে উড়িয়ে (১৪-০) নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল। বি গ্রুপের শেষ ম্যাচটি তাই ছিল গ্রুপসেরার লড়াই। অনূর্ধ্ব-১৫ মহিলা সাফ ফুটবল টুর্নামেন্টের সেই লড়াইয়ে দুরন্ত-দুর্বার বাংলার কিশোরীরা। গতকাল সোমবার অপেক্ষাকৃত শক্তিশালী নেপালকে ৩-০ গোলে পরাজিত করে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে নাম লিখিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক মারিয়া মান্ডার কর্নারে বল ধরে শামসুন্নাহারের পাস। এরপর মারিয়ার ক্রস, তাতে মাথা লাগিয়ে গোল করেন তহুরা। ১-০তে লিড নেয় বাংলাদেশ। টুর্নামেন্টে তহুরার এটি তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে পুরোমাত্রায় ম্যাচে ফেরে বাংলাদেশ। এই অর্ধে দুটি গোল পায় কিশোরীরা। ৫১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মারিয়া মান্ডা। ৬৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন সাজেদা খাতুন। এরপর আর গোল পায়নি বাংলাদেশ। যদিও বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছে তহুরা-মারিয়ারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ শিবির। বি গ্রুপের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১৭ বার বল জড়িয়েছে বাংলার কিশোরীরা। মজার বিষয়, একটি গোলও হজম করতে হয়নি।

এবার লড়াইয়ের অপেক্ষা সেমিফাইনালের। আগামী ১৬ আগস্ট সেমিতে বাংলাদেশ মোকাবেলা করবে এ গ্রুপ রানার্সআপ ভুটানের। একই দিন অপর সেমিতে বি গ্রুপ রানার্সআপ নেপালের মুখোমুখি হবে এ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল ভুটানকে ১-০ গোলে হারায় ভারতের মেয়েরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads