• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নেইমার নৈপুণ্যে পিএসজির জয়

চোটের কারণে ফেব্রুয়ারির পর লিগে নামলেন নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

নেইমার নৈপুণ্যে পিএসজির জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

চলতি মৌসুমের শুরুটা জয় দিয়ে করল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে ক্যায়েনকে তারা হারিয়েছে ৩-০ গোলের সহজ ব্যবধানে। ম্যাচে গোলের দেখা পেয়েছেন পায়ের চোটে গত মৌসুমে ছিটকে যাওয়া ব্রাজিলীয় তারকা নেইমায়ের।

চোটের কারণে ফেব্রুয়ারির পর লিগে নামলেন নেইমার। বিশ্বকাপ মাতালেও বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। চোটের পর বিশ্বকাপে নিজেকে মেলে ধরা নেইমার ফর্মে রয়েছেন লিগ ওয়ানেও। তার গোলেই শুরুতে অগ্রগামিতা পেয়েছে পিএসজি। তারকাদের মধ্যে এডিনসন কাভানি ও বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে ছিলেন না। তাতেও জিততে সমস্যা হয়নি পিএসজির।

শুরুর ১০ মিনিটে ক্যায়েনের গোলকিপার ব্রাইস সাম্বার ভুলের সুযোগ নেয় পিএসজি। নেইমারের গোলে স্কোরলাইন হয় ১-০। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়া রাবিও। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেন উইয়াহ।

লিগ ওয়ানে বুফনের অভিষেক হলেও তা আহামরি কিছু ছিল না। সাবেক জুভেন্টাস তারকা ক্লিনশিট ধরে রেখেছেন সৌভাগ্যের ছোঁয়ায়। ভাগ্য ভালো যে, ক্যাকের স্টিফ পিটার্স ফ্রি কিক থেকে শট নিলেও তা গিয়ে লেগেছে পোস্টে। তবে অভিষেকের মধ্য দিয়ে লিগ ওয়ানে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ইতালীয় এই গোলকিপার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads